দল বদলের বাজারে একের পর এক চমক দিয়েই চলেছে এটিকে মোহনবাগান। এর আগে বাগান
শিবিরের সই করেছিলেন ভারতীয় দলের দুই রক্ষণভাগের ফুটবলার আশিষ রাই ও আশিক কুর্নিয়ান।
পাশপাশি তিরির পরিবর্ত হিসেবে রক্ষণভাগকে মজবুত করতে দলে সই করেছেন অস্ট্রেলিয়ার 'এ'
লিগে খেলা ফুটবলার ব্রেন্ডন হ্যামিল। এবার তিন বছরের চুক্তিতে গোলরক্ষক বিশাল কাইথকে
দলে নিল বাগান শিবির। বহুদিন ধরেরি শোনা যাচ্ছিল বিশালের সঙ্গে কথা চলছে সবুজ-মেরুন
কর্তাদের। মোটা অঙ্কের প্রস্তাবও দেওয়া হয়েছিল তাঁকে। এদিন সেই জল্পনায় পড়ল শিলমোহর।
আরও পড়ুনঃ FIFA-AFC-AIFF: ভারতীয় ফুটবল ফেডারেশনের সদর সফতরে সব খতিয়ে দেখলেন FIFA ও AFC প্রতিনিধি দল, ভাঙল কমিটি, ১৬ লক্ষ টাকার ভুয়ো ঠিকানার জ্যোতিষী ও সচিবের ছুটি নিয়ে উঠছে একাধিক প্রশ্ন
আরও পড়ুনঃ Calcutta Football League: ডুরান্ড কাপের আগেই কলকাতা লিগ শুরুর পরিকল্পনা নতুন সচিবের
২৫ বছর বয়সী এই তরুণ গোলরক্ষকের কাছে এটিকে মোহনবাগান ছাড়াও প্রস্তাব ছিল
আইএসএলের একাধিক ক্লাবের। তবে গঙ্গা পারের ক্লাবের দেওয়া বড় অঙ্কের প্রস্তাবের কাছে
পিছিয়ে পড়েছে বাকি দলগুলি। চেন্নাইয়িন এফসির সঙ্গে তাঁর চুক্তি শেষ হয়ে যাওয়ায় ফ্রি
প্লেয়ার হিসেবে সবুজ-মেরুনে যোগ দিলেন বিশাল। ভারতের জাতীয় দলে খেলার পাশাপাশি আইএসএল-এর
একাধিক দলে খেলেছেন এই তরুণ গোলরক্ষক। শিলং লাজং-এর জার্সিতে প্রথম ভারতীয় ফুটবলে অভিষেক
হয় তাঁর।
অপরদিকে, গোলরক্ষক অমরিন্দর সিংয়ের পারফরম্যান্সে একেবারেই খুশি নয় বাগান
ম্যানেজমেন্ট। তাই তাঁকে ছেড়ে দেওয়া হতে পারে বলে জানান গিয়েছে। তাঁর সঙ্গে গত বছর
৫ বছরের চুক্তি করা হয়েছিল। তবে শোনা যাচ্ছে, অমরিন্দর সিংকে নতুন ক্লাব খুঁজে নিতে
বলা হতে পারে। তবে অনেকেই দাবি করেছেন, অমরিন্দরকে এটিকে মোহনবাগান দ্বিতীয় গোলরক্ষক
হিসেবে রাখতে পারে।