রানে ফিরতে পারছেন না বিরাট কোহলি। চলতি আইপিএল’এ
এখনও পর্যন্ত একটি অর্ধ্বশতাধিক রানের ইনিংস খেলেছেন তিনি। এর পর থেকে ফের রানের
খরা দেখা গিয়েছে তাঁর ব্যাটে। কখনও ম্যাচের শুরুতেই উইকেট দিচ্ছেন, আবার কখনও বা রানআউট হচ্ছেন। বলা বাহুল্য ভাগ্য রূপ বদলে ধরা দিচ্ছে তাঁর
কাছে। গত ম্যাচে আউট হওয়ার পর ঈশ্বরকে স্মরণ করলেন বিরাট।
চলতি আইপিএল মরসুমে ছন্দের ধারের কাছেও দেখা যাচ্ছে না
বিরাট’কে। আইপিএল’এ গত শুক্রবার পঞ্জাব কিংসের মুখোমুখি
হয়েছিল রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু। এই দিন পঞ্জাবের দেওয়া ২১০ রানের
লক্ষ্যমাত্রা ছুঁতে গিয়ে হিমসিম খেয়ে যান ফ্যাফ ডু প্লেসিস’রা।
এদিকে ইনিংসের চতুর্থ ওভারে কাগিসো রাবাডা বলটি কোহলির কোমড়ে লেগে শর্ট ফাইন লেগের
দিকে দাঁড়িয়ে থাকা রাহুল চাহারের হাতে পৌঁছে যায়। আম্পায়ার প্রথমে বিরাটকে নট
আউট ঘোষণা করলেও পরে রিভিউ দেখে আউটের সিদ্ধান্ত জানান। ভিডিওতে দেখা যায় বলটি
তাঁর গ্লাবসে স্পর্শ করেছে। ফলে এই দিন ১৪ বলে ২০ রান করেই ডাগ আউটে ফেরেন ভিকে।
আরও পড়ুন: IPL 2022: এক নজরে দেখে নেওয়া যাক, হায়দরাবাদের বিরুদ্ধে কেমন হতে পারে কলকাতার প্রথম একাদশ
আরও পড়ুন: IPL 2022: পঞ্জাবের বিরুদ্ধে হেরে প্লে-অফে যাওয়ার রাস্তা আরও কঠিন হয়ে গেল বেঙ্গালুরু'র
এই দিন আউট হওয়ার পর বিরাট আকাশের দিকে চিৎকার করে বলেন, “আপনি আমায় আর কী কী করাতে চান।” তাঁর এই ভিডিও
মুহূর্তেই ভাইরাল হয়ে যায় নেটদুনিয়ায়। তাঁর অনুরাগীরা এটি দেখে অনেকেই তাদের আবেগ
প্রকাশ করেন। যদিও এর পর বিরাট নিজে এই বিষয়টি নিয়ে কোনও প্রতিক্রিয়া জানাননি।