দুরন্ত জয় পেলেন সেরিনা উইলিয়ামস। চলতি ইউএস ওপেনের প্রথম রাউন্ডে দানকা
কোভিনিচকে হারিয়ে দিয়েছেন তিনি। অন্যদিকে, পুরুষদের সিঙ্গেলসের প্রথম রাউন্ডে জয় তুলে
নিয়ে দ্বিতীয় রাউন্ডে পৌঁছে গিয়েছেন ড্যানিল মেডভেদেব।
ভারতীয় সময় অনুযায়ী, সোমবার মধ্যরাতে দানকার মুখোমুখি হন সেরিনা। এই দিন
ম্যাচের শুরু থেকেই প্রতিপক্ষকে চাপে রাখছিলেন টেনিস বিশ্বের এই কিংবদন্তি মহিলা ক্রীড়াবিদ।
প্ৰথম গেমে ৬-৩ পয়েন্টের ব্যবধানে জয় পান সেরিনা। দ্বিতীয় রাউন্ডেও সেরিনার আক্রমণের
বিরুদ্ধে মাথা তুলে দাঁড়াতে পারেননি দানকা। ফলস্বরূপ এই গেমটিও জয় করেন সেরিনা (৬-৩)।
এই দিন প্রতিপক্ষকে পরস্পর দুই গেমে হারানোর সুবাদে মার্কিন যুক্তরাষ্ট্রীয় ওপেনের
দ্বিতীয় রাউন্ডে পৌঁছে গেলেন এই কিংবদন্তি টেনিস তারকা।
আরও পড়ুন: BWF World Championships 2022: স্বপ্ন ভঙ্গ সাত্বিকসাইরাজ এবং চিরাগের, বিশ্ব ব্যাডমিন্টন চ্যাম্পিয়নশিপে ব্রোঞ্জ নিয়েই খুশি থাকতে হল ভারতকে
আরও পড়ুন: US Open: ইউএস ওপেন থেকে বাদ পড়লেন জোকোভিচ
পুরুষদের সিঙ্গেলসে দুরন্ত জয় পেলেন রুশ টেনিস তারকা মেডভেদেব। এই দিন মার্কিনি
টেনিসবিদ স্টিফেন কুজলবের বিরুদ্ধে তিনটি গেমই জয় করেন মেডভেদেব। কুজলবের বিরুদ্ধে
তাঁর ফলাফল হয় ৬-২, ৬-৪, ৬-০ পয়েন্টের। শেষ গেমটিতে মেডভেদেবের জোরালো সার্ভিসের কাছে
হার মানতে হয় কুজলবকে। এই সুবাদে ইউএস ওপেনের দ্বিতীয় রাউন্ডে পৌঁছে গেলেন রুশ টেনিস
তারকা।
Soigiougs
Mar 10, 2023 17:17 [IST]Soigiougs
Mar 02, 2023 02:49 [IST]Pealock
Feb 03, 2023 12:10 [IST]Pealock
Jan 25, 2023 17:48 [IST]