চলতি আইপিএল’এ এখনও পর্যন্ত সবচেয়ে
বেশি চর্চায় রয়েছেন উমরান মালিক। বল হাতে তাঁর গতি বারবার সমস্যায় ফেলছে
প্রতিপক্ষের ব্যাটারদের। এমনকি সম্প্রতি ১৫৭ কিমি গতিতে বল করে এখনও পর্যন্ত চলতি
আইপিএল-এর দ্রুততম বোলার হিসেবে পরিচিত পেয়েছেন জম্মু-কাশ্মীরের এই তরুণ
ক্রিকেটার। কিন্তু তিনি এখনও পরিণত নন, দাবি মহম্মদ শামি’র।
চলতি বছরে উমরানের বোলিং’এ মুগ্ধ ভারতীয়
ক্রিকেটমহলের একাংশ। সেই কারণে আসন্ন টি২০ বিশ্বকাপে ভারতীয় দলে সুযোগ দেওয়ার
পরামর্শ দিচ্ছেন। কিন্তু এর বিপরীতার্থক মত প্রসন করলেন ভারতের অন্যতম সেরা বোলার
শামি। সম্প্রতি একটি সাক্ষাৎকারে উমরানের উদ্দেশ্যে তিনি বলেছেন, “আমি মানছি তাঁর পেস রয়েছে। তবে ব্যক্তিগত ভাবে আমি গতিময় বোলিং-এর ভক্ত
নই। যদি তাঁর বল ১৪০-এর গতিতেও দুই দিকে ঘুরতে পারে, তা হলে
এটাই যথেষ্ট। একটা ব্যাটসম্যানকে সমস্যায় ফেলার জন্য এটাই অনেক। তাই আমার মতে তাঁর
পেস রয়েছে কিন্তু পরিপক্ক হতে গেলে আরও বেশ কিছুটা সময় প্রয়োজন। কারণ, শুধু পেসটাই সব নয়। সময়ের সঙ্গে সঙ্গে আমাদের পরিবর্তনও করতে হয়।”
আরও পড়ুন: IPL 2022: এক নজরে দেখে নেওয়া যাক, হায়দরাবাদের বিরুদ্ধে কেমন হতে পারে কলকাতার প্রথম একাদশ
আরও পড়ুন: IPL 2022: পঞ্জাবের বিরুদ্ধে হেরে প্লে-অফে যাওয়ার রাস্তা আরও কঠিন হয়ে গেল বেঙ্গালুরু'র
জোরে বল করলেও বিশেষ সক্রিয় হয়ে উঠতে পারছেন না উমরান।
বোলিং’এ তাঁর গতি প্রতিপক্ষের ব্যাটারদের সমস্যায় ফেললেও বিশেষ উইকেট নিতে দেখা
যাচ্ছে না এই পেসারকে। সানরাইজার্স হায়দরাবাদের হয়ে ১১ ম্যাচ খেলে তাঁর সংগ্রহ ১৫টি
উইকেট।