চিরপ্রতিদ্বন্দ্বী রাফায়েল নাদালকে সঙ্গী করে লেভার কাপ খেলেই টেনিসকে বিদায়
জানাবেন কিংবদন্তী টেনিস তারকা রজার ফেডেরার। বুধবার লন্ডনে প্রেস কনফারেন্সে তেমনই
ইঙ্গিত দিলেন সুইস কিংবদন্তি। টিম ইউরোপের জন্য টিম ওয়ার্ল্ডের বিরুদ্ধে ডাবলসে নামবেন
তাঁরা।
হাঁটুর চোটের কারণে অবসরের সিধান্ত নিলেও সেটা নিয়ে আর ভাবতে চান না ফেডেরার।
তাঁর কথায় তিনি এখন আনন্দে আছেন, পার্টি মোডে রয়েছেন। তবে অনেক দিন বাদে খেলছেন বলে
কিছুটা নার্ভাস সেটা মনে নেন ফেডেরার। তবে লড়াই করতে চান শেষ পয়েন্ট অবধি।
আরও পড়ুনঃ Roger Federer: কেরিয়ারের শেষ এটিপি টুর্নামেন্ট খেলতে লন্ডনে পা রাখলেন রজার
আরও পড়ুনঃ Roger Federer: অবসর নিলেও টেনিসকে পুরোপুরিভাবে বিদায় জানাবেন না রজার
উল্লেখ্য, লেভার কাপের প্রথম দিন ডাবলস খেলবেন ফেডেরার। এখনও আনুষ্ঠানিক
ভাবে সিদ্ধান্ত না হলেও খুব সম্ভবত সঙ্গী হবেন নাদাল। এর আগে সেই ইচ্ছাপ্রকাশ করেছিলেন
২২টি গ্র্যান্ডস্ল্যাম জয়ী স্প্যানিয়ার্ড। রাজা ও ফেডেরার মধ্যে ৪০ বারের লড়াইয়ে ২৬
বার জিতেছেন রাফা। গ্র্যান্ডস্ল্যামেও ১৪-র মধ্যে ১০ বার জয়ী বাঁ হাতি তারকা। তবে শেষ
লড়াইয়ে নেটের অন্যপ্রান্তে নয়, পাশেই পাবেন তাঁর চিরপ্রতিদ্বন্দ্বীকে ফেডেরার। তাঁর
সঙ্গে নাদালের যে সম্পর্ক, সেটা শুধু টেনিস নয়, সামগ্রিক ভাবেই যে গভীর বার্তা দেয়,
সেই কথা স্বীকার করে নেন ফেডেরার। একই সঙ্গে ফেডেরার বলেন অবসরের পর তিনি ভুতের মতো
হাওয়া হয়ে যাবেন না। টেনিসের সঙ্গে কোনও না কোনও ভাবে যুক্ত থাকবেন।
QBSHKsTU
Sep 01, 2023 23:01 [IST]Alcorse
Jun 23, 2023 01:23 [IST]Preelia
May 17, 2023 04:12 [IST]