জয় সুখকর হল না নিক কিরগিওসের। শুধু তাই নয়,
উইম্বলডন খেলতে এসে বড়সড় বিপাকে জড়ালেন অস্ট্রেলিয়ার অন্যতম সেরা এই টেনিস তারকা। কিরগিওসকে
বিরাট অঙ্কের অর্থ জরিমানা করল কর্তৃপক্ষ। যদিও এই ঘটনার জন্য ক্ষমা চেয়ে নিয়েছেন এই
অজি টেনিস তারকা।
চলতি উইম্বলডনে কিরগিওস তাঁর প্রথম রাউন্ডে
পল জাবের মুখোমুখি হয়েছিলেন তিনি। এই দিন দুরন্ত জয় তুলে নেন কিরগিওস। কিন্তু এই ম্যাচ
চলাকালীন স্টেডিয়ামে উপস্থিত এক দর্শকের দিকে থুতু ছেটানোর অভিযোগ ওঠে তাঁর উপর। যদিও
এই ঘটনার পর নিজের দোষ করে নেন কিরগিওস। তবে মাঠে উপস্থিত ওই দর্শক নাকি তাঁকে হেনস্থা
করেন, তার পরই এমন সিদ্ধান্ত নেন বলে দাবি করেন তিনি। যদিও ম্যাচ চলাকালীন এমন অখেলোয়াড়
সুলভ আচরণের কারণে ক্ষমা চেয়ে নিয়েছেন এই অজি তারকা।
আরও পড়ুন: Wimbledon 2022: দুরন্ত জয় তুলে নিয়ে উইম্বলডনের পরবর্তী রাউন্ডের টিকিট পেয়ে গেলেন নাদাল
আরও পড়ুন: Indian Men's Hockey Team: করোনার থাবা ভারতীয় হকি দলে, আক্রান্ত ৫ সদস্য
এই ঘটনা নিয়ে কিরগিওস বলেন, “দর্শকদের আমি
কিছুই বলি না। তারা কিছু বললে হয়তো উত্তর দিতে হয়। কিন্তু কখনও আণি শুরু করি না। এই
ধরনের মানুষের থেকে দূরে থাকার চেষ্টা করি। কিছু মানুষ আমাকে অপমান, অসম্মান করার চেষ্টা
করেন। নিশ্চিত ভাবেই নিজের সমর্থকদের সঙ্গে এমন আচরণ করব না।” তিনি আরও বলেছেন, “ম্যাচ
শেষ হওয়ার পর আমি ওই দর্শকের দিকে তাকাই। অনেকক্ষণ ধরে অপমানজনক মন্তব্য করছিলেন। আমার
সম্পর্কে নানা খারাপ কথা বলছিলেন। ওঁর প্রতি অবশ্য আমার কোনও ঘৃণা নেই।”
ojSqqKd
Sep 03, 2023 14:59 [IST]DRIVMXvI
Jul 29, 2023 20:27 [IST]Alcorse
Jun 24, 2023 09:08 [IST]GowlDoods
Jun 18, 2023 00:44 [IST]GowlDoods
Jun 16, 2023 12:31 [IST]Preelia
May 18, 2023 11:42 [IST]