অবশেষে জল্পনায় সিলমোহর পড়ল। বেশ কয়েক দিন আগে থেকেই সাদিও মানে পরবর্তীতে
কোন ক্লাবের হয়ে খেলবেন তা নিয়ে নানা জল্পনা-কল্পনা শোনা যাচ্ছিল। তবে বুধবার লিভারপুলের
তরফে আনুষ্ঠানিক ভাবে ঘোষণা করা হয়েছে, পরিবর্তীতে বায়ার্ন মিউনিখের হয়ে খেলবেন মানে।
দীর্ঘ ছয় বছর লিভারপুলের হয়ে খেললেন সেনেগালের অন্যতম সেরা এই ফুটবলার।
তবে কিছু দিন মানে নিজে মুখেই জানিয়েছিলেন, লিভারপুলে তিনি আর থাকতে চান না। সেই কারণে
আগামী তিন বছরের চুক্তিতে জার্মানির বিখ্যাত ক্লাবটিতে সই করলেন মানে। বুধবার দুই ক্লাবের
তরফেই সরকারি ভাবে এই খবর জানিয়ে দেওয়া হয়েছে।
আরও পড়ুন: ATKMB: ইরানের প্রাক্তন অধিনায়ককে দলে পেতে চাইছে এটিকে মোহনবাগান
আরও পড়ুন: Prabir Das: ইস্টবেঙ্গলের বড় অঙ্কের প্রস্তাব থাকা স্বত্বেও বেঙ্গালুরু যাওয়ার কারণ জানালেন প্রবীর
বায়ার্নে যোগদান করে খুশি সাদিও মানে। তিনি একটি সাক্ষাৎকারে বলেছেন, “শেষ
পর্যন্ত বায়ার্ন মিউনিখে এলাম। দারুণ অনুভূতি হচ্ছে। জার্মানির এই ঐতিহ্যবাহী ক্লাব
সম্পর্কে অনেক কিছু শুনেছি। এখানে খেলার ইচ্ছা অনেক বছর থেকেই ছিল। অবশেষে সেই স্বপ্ন
সফল হল। জানি এখানে অনেক চ্যালেঞ্জের মুখে পড়তে হবে। তবে আমি এ সবের জন্য মানসিক ভাবে
প্রস্তুত।” ৪১ মিলিয়ন ইউরোর বিনিময় জার্মানির বিখ্যাত ক্লাবটিতে সই করেছেন মানে। গত
ছয় মরসুম দ্য রেডস’এর জার্সি গায়ে মাঠে নেমেছেন তিনি। এই ছয় মরসুমে ২৬৯ ম্যাচে খেলে
১২০ গোল করেছেন সেনেগালের এই তারকা ফুটবলার।