আইপিএলের ৬১তম ম্যাচে সানরাইজার্স হায়দরাবাদের
বিরুদ্ধে মাঠে নামতে চলেছে কলকাতা নাইট রাইডার্স। তবে আজকের এই মরণ-বাঁচন ম্যাচেও কলকাতার
দলে থাকছে একাধিক পরিবর্তন। অনেকেই মনে করেছিলেন মুম্বইয়ের বিরুদ্ধে যে একাদশ নামিয়ে
ছিলও কলকাতা সেই সব খেলয়াড়দেরকেই এদিন দেখা যাবে। তবে তা হচ্ছে না। চোটের কারণে অস্ট্রেলিয়া ফিরে যাওয়ায় পাওয়া
যাবে না প্যাট কামিন্সকে। কামিন্স না থাকলেও কলকাতার হয়ে থাকছেন টিম সাউদি। পাঁচ নম্বরে দেখা যেতে পারে স্যাম বিলিংস অথবা শেল্ডন জ্যাকসনকে। উমেশ যাদব সুস্থ থাকলে তিনি ফিরতে পারেন দলে। না হলে অন্য কোনও পেসারকে খেলাতে হবে।
এক নজরে, কলকাতা নাইট রাইডার্সের সম্ভাব্য
একাদশঃ
অজিঙ্কে রাহানে, ভেঙ্কটেশ আইয়র, শ্রেয়স
আইয়র, নীতিশ রানা, রিঙ্কু সিং, আন্দ্রে রাসেল, শেলডন জ্যাকসন/ স্যাম বিলিংস, সুনীল
নারিন, টিম সাউদি, উমেশ যাদব, বরুণ চক্রবর্তী
বিশ্লেষণঃ
হায়দরাবাদের বিরুদ্ধে
ফের এক বার ওপেন করতে দেখা যাবে অজিঙ্কে রাহানে ও ভেঙ্কটেশ আইয়রকে। তিন নম্বরে জায়গা পাকা থাকছে দুরন্ত ছন্দে থাকা নীতীশ রানার। চার নম্বরে থাকছেন অধিনায়ক শ্রেয়স আইয়ার।
এরপরে মাঠে আসতে পারেন
শেলডন জ্যাকসন/
স্যাম বিলিংস। আইপিএলের শুরুর দিকে কেকেআরে একাধিক ম্যাচে দলে সুযোগ পেয়েছিলেন শেলডন জ্যাকসন। কিন্তু নিজেকে প্রমাণ করতে
পারেননি। মাঝে দল থেকে বাদ পড়লেও ফের একবার মুম্বই ম্যাচে সুযোগ পান তিনি। তাও ব্য়াট
হাতে সফল হননি। তবে উইকেটের পেছনে গ্লাভস হাতে ভালো পারফর্ম করেছেন। সানরাইজার্স ম্যাচে
তাঁর উপরে ভরসা রাখতে পারে দল। অথবা সুযোগ দেওয়া হতে পারে স্যাম বিলিংসকে। খুব বড় ইনিংস খেলতে না পারলেও কয়েকটি ম্যাচে ভালো ঝলক
দেখিয়েছিলেন তিনি। ফলে মরন-বাঁচন ম্যাচে আরও একবার দলে সুযোগ পেতে পারেন তিনি।
আরও পড়ুনঃ IPL 2022: কেকেআর-এর প্লে-অফে ওঠার রাস্তায় বাধা হয়ে দাঁড়াতে পারে হায়দরাবাদ
আরও পড়ুনঃ IPL 2022: পঞ্জাবের বিরুদ্ধে হেরে প্লে-অফে যাওয়ার রাস্তা আরও কঠিন হয়ে গেল বেঙ্গালুরু'র
ছয় নম্বরে জায়গা পাকা রিঙ্কু সিংয়ের। গুজরাট, দিল্লি ও রাজস্থানের
বিরুদ্ধে দলে সুযোগ পেয়ে উল্লেখযোগ্য ইনিংস খেলেছিলেন নীতিশ রানা। কিন্তু গত ম্যাচে লক্ষ্ণৌয়ের বিরুদ্ধে বড় রান পাননি তিনি।
মুম্বই ম্যাচে ২৩ রান করে লড়াই করার চেষ্টা করেছিলেন যখন দলের ব্যাটিং ভরাডুবি ঘটছিল।
এরপর দলে জায়গা পাকা সুনীল নারিন ও টিম সাউদির। তবে উমেশ যাদবের
যদি চোট না থাকে তাহলে ফিরবেন প্রথম একাদশে। এই ম্যাচে ফের সুযোগ পাবেন বরুণ চক্রবর্তী। এবারের আইপিএলের শুরুতে কেকেআরের
স্পিন অ্যাটাকের অন্যতম সেরা অস্ত্র ছিলেন মিস্ট্রি স্পিনার বরুণ চক্রবর্তী। তাকে রিটেনও
করেছিল কেকেআর। কিন্তু আশানরূপ একেবারেই পারফর্ম করতে পারেননিন তিনি। বাদ পড়তে হয়
দল থেকে। মুম্বইয়ের বিরুদ্ধে ৩ ওভারে ২২ রান দিয়ে নেন ১ উইকেট। ফলে শেষ ২ ম্য়াচ ফের
একবার নিজেক জাদু দেখাতে মরিয়া বরুণ।