গত বছর অ্যাশেজে অস্ট্রেলিয়ার মুখোমুখি হয়েছিল ইংল্যান্ড।
এই সিরিজের পাঁচটি টেস্টের একটিতেও জয় তুলে নিতে পারেননি ইংরেজ ক্রিকেটাররা। এরই
মধ্যে কোচের পদ ত্যাগ করেন ক্রিস সিলভারউড। তাই সেই অভাব মেটাতে সোমবার (৭
ফেব্রুয়ারি) একটি বড় ঘোষণা করল ইংল্যান্ড অ্যান্ড ওয়েলস ক্রিকেট বোর্ড।
আগামী মাসে ওয়েস্ট ইন্ডিজ সফরে যাবে ইংল্যান্ড। তিন
ম্যাচের এই টেস্ট সিরিজে দলকে প্রশিক্ষণ দেবেন অন্তবর্তীকালীন প্রধান কোচ পল
কলিংউড। তবে আপাতত বার্বাডোজে ছুটি কাটাচ্ছেন তিনি। এক সাক্ষাৎকারে তিনি বলেন, “আসন্ন ওয়েস্ট ইন্ডিজ সিরিজে দলকে প্রশিক্ষণ দেওয়ার জন্য মুখিয়ে রয়েছি। আমি
খুব তাড়াতাড়ি এই কাজে নামতে চাই।” আরও জানান, ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে এই সিরিজ চ্যালেঞ্জিং হতে চলেছে। পাশাপাশি আসন্ন
এই সিরিজ জয় করতে পারলে ভাল জায়গায় পৌছাতে পারে দল। কলিংউড আরও বলেন, “আমি জো রুট এবং বেন স্টোকসের সঙ্গে কথা বলেছি। তাঁরাও দলকে এগিয়ে নিয়ে
যেতে বদ্ধপরিকর। তবে এটা মোটেও সহজ হবে না। তাঁরা জানেন ইচ্ছাশক্তি এবং সাহসিকতার
জোরে দলকে কীভাবে এগিয়ে নিয়ে যাওয়া যায়।”
আরও পড়ুন: কোন নামে হার্দিক পান্ডিয়ার আহমেদাবাদ আইপিএল-এ এর মঞ্চে অভিষেক করবে জানিয়ে দিল ফ্রাঞ্চাইজিটি
আরও পড়ুন: ভিডিও: ধন্দে থাকা রোহিত'কে বাঁচালেন বিরাট
অজিদের বিরুদ্ধে অ্যাশেজে লজ্জাজনক হারের ফলে তীব্র
সমালোচনার মুখে পড়েন সিলভারউড। এই ঘটনার কিছুদিন পরেই কোচের পদ ত্যাগ করেন তিনি।
উল্লেখ্য, এই সিরিজের চারটিতে পরাস্ত এবং একটি ম্যাচে ড্র করে জো রুটের
নেতৃত্বাধীন ইংল্যান্ড।