গত অলিম্পিক্সে সোনা জয় করেছেন জ্যাভলীন থ্রোয়ার নীরজ
চোপড়া। সোমবার সন্ধ্যায় রাইসিনা হিলসে এ দেশের রাষ্ট্রপতি রামনাথ কোভিন্দ নীরজের হাতে
তুলে দিলেন পদ্মশ্রী পুরস্কার। এই নিয়ে চলতি বছর দুটি বড় পুরস্কারে সম্মানিত করা
হল তাঁকে।
এই দিন অনুষ্ঠানে উপস্থিত ছিলেন দেশের প্রধানমন্ত্রী
নরেন্দ্র মোদি, অমিত শাহ’র মতো একাধিক ব্যক্তিত্বরা।
সোমবারের সন্ধ্যায় এ দেশের রাষ্ট্রপতির তরফে ভারতের চতুর্থ সবোর্চ্চ অসামরিক
সম্মানীয় পুরস্কারটি তুলে দেওয়া হয় নীরজের হাতে। এর আগে চলতি বছরের জানুয়ারি’তে রাষ্ট্রপতি ভবনে কোভিন্দের হাত থেকেই পরম বিশিষ্ট সেবা পদক পেয়েছিলেন ‘সোনার ছেলে’।
টোকিও অলিম্পিক্সের মঞ্চে গত ৭ অগস্ট-এর সন্ধ্যায় এক
চিরস্মরণীয় মুহূর্তের সাক্ষী ছিল ভারত তথা গোটা বিশ্ব। জীবনের প্রথম অলিম্পিক্সেই
জ্যাভলীনে সোনা জয় করেন নীরজ। অভিনব বিন্দ্রার পর নীরজই দ্বিতীয় ভারতীয় যিনি
ব্যক্তিগত দক্ষতায় অলিম্পিক্স থেকে সোনা জেতার নজির গড়েছিলেন। বিন্দ্রা ২০০৮
সালে বেজিং অলিম্পিক্সে শুটিংয়ে সোনা পান। ১৩ বছর পর ফের কেউ সেই রেকর্ড করে।
উল্লেখ্য ট্র্যাক অ্যান্ড ফিল্ড বিভাগে ১২১ বছর সোনা জয় করেন নীরজ চোপড়া।