ফের বিশৃঙ্খলা সৃষ্টি হল মহমেডান স্পোর্টিং ক্লাবের মাঠে। রবিবার ঘরের মাঠে
খিদিরপুরের মুখোমুখি হয়েছিল সাদা-কালো দল। এই দিন প্রয়াত মহমেডান সমর্থকের পরিবারকে
সাহায্যের জন্য বিশেষ পদক্ষেপ নেয় মহমেডান। কিন্তু স্মরণীয় ম্যাচেও উত্তপ্ত পরিবেশ
তৈরি করলেন সমর্থকরা।
মহমেডান মাঠে ছিল এ দিন সুপার
সিক্সের ম্যাচ। খিদিরপুরের বিরুদ্ধে ঘরের মাঠে ৫-০
গোলে জিতলেও মহমেডান মাঠে এদিনও উত্তেজনা সৃষ্টি হয়। মূলত রেফারির বিরুদ্ধে ক্ষুদ্ধ হয়ে উত্তেজিত হয়ে পড়েন সাদা-কালো দলের
সমর্থকরা। কেউ কেউ স্টেডিয়ামের বেড়া টপকে মাঠে ঢুকে পড়ার চেষ্টা করেন। সেই কারণে প্রথমার্ধ শেষ হওয়ার আগে প্রায় ১৩ মিনিট বন্ধ ছিল
খেলা।
ISL 2023: আইএসএল-এর টিকিট বিক্রি শুরু করল ইস্টবেঙ্গল
Asia Cup 2023: ফাইনালে আগুন ঝরাচ্ছেন সিরাজ, ১০ ওভারের মধ্যেই ব্যাকফুটে শ্রীলঙ্কা
কলকাতা লিগের গ্রুপ পর্বে আর্মি রেডের বিরুদ্ধে একটি ম্যাচে সিরাজউদ্দীন
নামের মহমেডান সমর্থক হৃদরোগে আক্রান্ত হয়ে প্রয়াত হন। তাঁর পরিবারের পাশে দাঁড়িয়ে
এই ম্যাচের টিকিট বিক্রির সমস্ত অর্থ সিরাজউদ্দীন ওরফে রাজকুমারের পরিবারকে দেওয়া হয়।
এই দিন রাজকুমারের ছেলের হাতে পশ্চিমবঙ্গ সরকারের
যুব কল্যাণ ও ক্রীড়া দফতরের পক্ষ থেকে দুই
লক্ষ টাকার চেক তুলে দেন মাননীয় ক্রীড়া ও যুব কল্যাণ মন্ত্রী শ্রী অরূপ বিশ্বাস।
আইএফএ'র পক্ষ থেকে দেড় লক্ষ চেক দেওয়া হয়। এছাড়াও ইস্টবেঙ্গল ক্লাবের
পক্ষ থেকে এক লক্ষ ও মহমেডান ক্লাবের পক্ষ থেকে এক লক্ষ টাকা তুলে দেওয়া হয় মৃত
সমর্থকের পরিবারের হাতে।