বোলিং করতে নেমে শ্রীলঙ্কাকে কাঁদিয়ে
দিলেন মহম্মদ সিরাজ, হার্দিক পান্ডিয়া’রা। এশিয়া কাপ ফাইনালে বিধ্বংসী মেজাজে বোলিং করলেন ভারতীয় দলের পেসাররা।
সিরাজ, বুমরাহ, হার্দিক’দের দাপটে ১৫.২ ওভারের মধ্যেই শেষ হয়ে গেল গতবারের এশিয়া কাপ
চ্যাম্পিয়নরা। সেই কারণে শ্রীলঙ্কা’কে নিয়ে কটাক্ষ করলেন
প্রাক্তন ভারতীয় ক্রিকেটার ওয়াসিম জাফর।
Asia Cup 2023: ৫০ রানেই থেমে গেল শ্রীলঙ্কা, রোহিত'দের চ্যাম্পিয়ন হওয়া স্রেফ সময়ের অপেক্ষা
ব্যাটিং করতে নেমে একের পর এক উইকেট
পড়তে থাকে শ্রীলঙ্কার। এই নিয়ে কটাক্ষ করেন ওয়াসিম জাফর। নেটমাধ্যমে একটি মজার
ভিডিও পোস্ট করেন প্রাক্তন ভারতীয় ক্রিকেটার। যেখানে শ্রীলঙ্কাকে কটাক্ষ করে
মন্তব্য করেন অনেকেই।
Asia Cup 2023: ফাইনালে আগুন ঝরাচ্ছেন সিরাজ, ১০ ওভারের মধ্যেই ব্যাকফুটে শ্রীলঙ্কা
রবিবার টস জিতে প্রথম ব্যাট করতে
নামে শ্রীলঙ্কা। বৃষ্টির কারণে নির্ধারিত সময়ের ৪০ মিনিট পর শুরু হয় ম্যাচ। তবে এই
দিন শ্রীলঙ্কা’কে কার্যত ব্যাকফুটে ঠেলে দিন
সিরাজ। নিজের ৩ নম্বর ওভারে বোলিং করতে এসে চার উইকেট নেন তিনি। এই দিন মোট ছয়টি
উইকেট নেন তিনি। এই সুবাদে ওডিআই ফরম্যাটে দেশের হয়ে ৫০টি উইকেট নেওয়ার মাইলফলক
স্পর্শ করে ফেলেন সিরাজ। চতুর্থ ভারতীয় বোলার হিসেবে দ্রুত এই মাইলফলক স্পর্শ
করলেন তিনি। ভারতীয় দলের জার্সিতে ২৯টি এই নজির স্পর্শ করলেন এই পেসার। এরপর
হার্দিক পান্ডিয়া নেন ৩ উইকেট। নিজের তৃতীয় ওভার শেষ হওয়ার আগেই শ্রীলঙ্কাকে অল
আউট করে দেন তিনি। অন্যদিকে একটি উইকেট নেন বুমরাহ। এই সুবাদে ৫০ রানেই অল আউট হয়ে
গেল শ্রীলঙ্কা। মাত্র ৫১ রান চেজ করতে নেমে তাড়াতাড়ি ম্যাচ শেষ করারই চেষ্টা থাকবে
রোহিত’দের।