আইএসএল-এর ইতিহাসে বিরল ঘটনা।
শুক্রবার প্লে অফের ম্যাচে কেরল ব্লাস্টার্সের বিরুদ্ধে অতিরিক্ত সময়ে ফ্রি কিক
থেকে গোল করেন বেঙ্গালুরুর এফসি'র অধিনায়ক সুনীল
ছেত্রী। এরপরই দল তুলে নেয় কেরল। যা নিয়ে বিস্মিত ভারতীয় ফুটবল দলের অধিনায়ক।
রেফারির সিদ্ধান্তে খুশি হতে না পেরে
পুরষ্কার বিতরনী অনুষ্ঠান বয়কট করেছিল এফসি গোয়া। এতদিন এটাই আইএসএল-এর বিরলতম
ঘটনা ছিল। কিন্তু এবার সেই লিস্টে এই ঘটনাটিও যুক্ত হয়ে গেল। রেফারির সিদ্ধান্তে
খুশি হতে না পেরে নকআউট পর্বের মতো গুরুত্বপূর্ণ ম্যাচে দলই তুলে নিল কেরল। এই দিন
সার্বিয়ান কোচ ইভান ভুকোমানভিচের নির্দেশে মাঠ ছাড়েন কেরল ফুটবলাররা। এরপর আর
মাঠে নামেনি তারা। সেই কারণে বেশ কিছুক্ষণ অপেক্ষা করার পর বেঙ্গালুরু'কে বিজয়ী হিসাবে ঘোষণা করেন রেফারি। এই দিন ম্যাচের পর
সুনীল বলেন, “২২ বছরের ফুটবলজীবনে এমন ঘটনা কখনও
দেখিনি। আমি সব সময় রেফারির সিদ্ধান্ত মেনে চলেছি। ওটা একটা তিক্ত এবং মিষ্টি
মুহূর্ত ছিল। আমরা সেমিফাইনালে উঠতে পারায় আমি খুশি।”
আরও পড়ুন: ISL 2022-23: বিতর্কিত গোল করে কেরল'কে হারালেন সুনীল'রা, সেমি ফাইনালে উঠল বেঙ্গালুরু
আরও পড়ুন: ISL 2023: ইস্টবেঙ্গল সমর্থকদের জন্য সুখবর!
শুক্রবারের ম্যাচে গতিময় ফুটবল খেলে
বেঙ্গালুরু। প্রথমার্ধের মতো দ্বিতীয়ার্ধেও ভাল ফুটবল খেলে সুনীল ব্রিগেড। কিন্তু
তাতেও বিশেষ লাভ হয়নি। কেরলের বিরুদ্ধে নির্ধারিত সময়ে গোল হয়নি। সেই কারণে খেলা
গড়ায় অতিরিক্ত সময়ে। এই পর্বের প্রথমার্ধে বির্তকিত গোল হয়ে যায়। ৯৬ মিনিটের মাথায়
ডি বক্সের সামনে ফাউল হয়। ফ্রি কিক থেকে সুযোগ আসে বেঙ্গালুরুর। রেফারি বাঁশি
বাজানোর আগেই ফ্রি কিক মেরে দেন সুনীল। বলটি জালে প্রবেশ করে (১-০)। এই ঘটনার পর
বেশ কিছুক্ষণ বন্ধ থাকে ম্যাচ। কেরল দল তুলে নেয়। ভারতীয় ফুটবলে দীর্ঘদিন পর এমন
বিতর্কিত ম্যাচ দেখলেন সমর্থকরা। দল তুলে নেওয়ার পর বেশ কিছুক্ষণ অপেক্ষা করেন
রেফারি। এরপর বেঙ্গালুরু'কে বিজয়ী হিসাবে
ঘোষণা করা হয়। এই সুবাদে সেমিফাইনালের যোগ্যতা অর্জন করেন সুনীলরা।