আর তিন ম্যাচ হাতে রয়েছে এটিকে মোহনবাগানের। বর্তমানে আইএসএল লিগ টেবলের চতুর্থ স্থানে রয়েছে সবুজ-মেরুন দল। ১৭ ম্যাচ খেলে তাদের সংগ্রহ ২৮ পয়েন্ট। এই পরিস্থিতিতে নক আউট রাউন্ডে উঠতে গেলে আসন্ন ম্যাচে পয়েন্ট নষ্ট করলে চলবে না মেরিনার্স-দের। আগামী মঙ্গলবার হায়দরাবাদের ডেরায় খেলতে যাবে সবুজ-মেরুন। এই ম্যাচে জয়ে তুলে নেওয়াই লক্ষ্য জুয়ানের।
অধিকাংশ ম্যাচেই আক্রমণ ভাগের ফুটবলারদের ভুলে পয়েন্ট নষ্ট করছে এটিকে মোহনবাগান। পরিসংখ্যান বলছে, তিন স্ট্রাইকার নিয়ে খেলে লাভের মুখের দেখেছে বাগান। কিন্তু শেষ কয়েকটি ম্যাচে একজন স্ট্রাইকার নিয়ে খেলে একাধিকবার সমস্যায় পড়তে হয়েছে জুয়ান ফেরান্দোর প্রশিক্ষণাধীন দলটিকে। উপরন্তু মিডফিল্ডারদেরও বিশেষ ছন্দে দেখা যায়নি শেষ কয়েকটি ম্যাচে। প্রতিপক্ষের বক্সের সামনে গিয়ে একাধিকবার বল হারিয়েছেন কার্ল ম্যাখহিউ, ফেডেরিকো গালেগো’রা। সেই কারণে আক্রমণ করলেও বিশেষ সুযোগ তৈরি করতে পারেননি বাগান ফুটবলাররা। তার উপর স্ট্রাইকাররা একক দক্ষতায় গোলের কাছে বল নিয়ে গেলেও, সেটি তে’কাঠির মধ্যে রাখতে ব্যর্থ হয়েছেন। তাই আসন্ন ম্যাচে নিজেদের ভুল শুধরে মাঠে নামাই মুল লক্ষ্য জুয়ান ব্রিগেডের। আগামী মঙ্গলবার হায়দরাবাদ এফসি’র মুখোমুখি হবে এটিকে মোহনবাগান। এই ম্যাচ জিতে তিন পয়েন্ট তুলে নেওয়াকেই পাখির চোখ করেছেন জুয়ান।