ব্যর্থতা রেশ কাটতে পারল না
ইস্টবেঙ্গল। পরস্পর তিন মরসুম খারাপ পারফরম্যান্স করল লাল-হলুদ দল। চলতি আইএসএল থেকেও বিদায় নিয়েছে ইস্টবেঙ্গল। সেই
কারণে ক্ষুব্ধ দলের ফুটবলাররা। আগামী মরসুমে স্টিফেন কনস্ট্যান্টাইন'কে কোচ হিসাবে রাখা হলে দল ছাড়তে পারেন একাধিক ফুটবলার।
টানা তিন বছর ব্যর্থ ইস্টবেঙ্গল।
আইএসএল’এ প্রথম বছর নবম স্থানে শেষ করেছিল লাল-হলুদ
দলটি। দ্বিতীয় বছর তাদের অবস্থান ছিল পয়েন্ট টেবলের তলানিতে। গত বছর ১১ নম্বরে ছিল
ইস্টবেঙ্গল। চলতি বছরেও লাভের মুখ দেখল না তারা। এবারও নয় নম্বরে আইএসএল অভিযান
শেষ করল মশাল বাহিনী। চলতি আইএসএল-এর সবোর্চ্চ গোলদাতা ইস্টবেঙ্গলের ক্লেটন সিলভা।
যে দলের প্রধান ফুটবলার লিগের সবোর্চ্চ গোলদাতা, সেই দলটি কী
ভাবে লিগ টেবলের এত নিচের দিকে থাকতে পারে, এমনই প্রশ্ন উঠছে
ফুটবল মহলে। যদিও বিশেষজ্ঞদের অধিকাংশই অভিযোগের আঙ্গুল তুলছেন কোচ স্টিফেনের
দিকেই।
আরও পড়ুন: Lionel Messi: এমবাপে'কে হারিয়ে বর্ষসেরা ফুটবলার হলেন মেসি
আরও পড়ুন: ATK Mohun Bagan: ওড়িশার বিরুদ্ধে নির্ভুল ফুটবল খেলাই লক্ষ্য জুয়ানের
অন্যদিকে লিগের শেষ ম্যাচ এটিকে
মোহনবাগানের বিরুদ্ধে হারের পর দায়সারা মনোভাব ব্যক্ত করেছেন ইস্টবেঙ্গলের ব্রিটিশ
কোচ। তিনি পরিষ্কার জানিয়েছেন, তাঁর চুক্তি মে
মাস পর্যন্ত, তাই আগামী বছরের জন্য তিনি কিছুই ভাবছেন না।
মাস খানেক পরেই শুরু হতে চলেছে সুপার কাপ। ইস্টবেঙ্গলে স্টিফেনের ভবিষ্যৎ এই
টুর্নামেন্টের উপর নির্ভর করছে। যদিও সূত্রে জানা গিয়েছে, আগামী
মরসুমে স্টিফেন কোচ থাকলে বেশ কিছু ফুটবলার দল ছাড়তে পারেন। যাঁদের মধ্যে রয়েছেন
সৌভিক চক্রবর্তী, অনিকেত যাদব, অমর্জিত
সিংয়ের মতো ফুটবলাররা। মূলত দলে সুযোগ না পাওয়ার কারণে স্টিফেনের উপর সন্তুস্ট নন
তাঁরা।