আর মাত্র কয়েক ঘন্টার অপেক্ষা।
শনিবারের সন্ধ্যায় জমজমাট হয়ে উঠতে চলেছে যুবভারতী। এটাই চলতি আইএসএল-এর শেষ
ডার্বি। এই দিন এটিকে মোহনবাগান জিতলে তারা লিগ টেবলের তিন নম্বরে উঠে যাবে।
অন্যদিকে ইস্টবেঙ্গল টানা সাত ডার্বিতে হারের বদলা নিতে চাইবে। এই ঐতিহাসিক ম্যাচের
সাক্ষী থাকবেন অনেকেই। তবে গ্যালারিতে প্রবেশের আগে জেনে নিন, কী কী জিনিস নিয়ে স্টেডিয়ামে ঢুকতে পারবেন না।
আরও পড়ুন: Lionel Messi: আগামী মরসুমে কোন ক্লাবের জার্সি গায়ে চাপাবেন মেসি, তথ্য ফাঁস করলেন আগুয়েরো
আরও পড়ুন: Pele: পেলের দলকে ড্র করতে বাধ্য করেছিলেন এই বিখ্যাত ভারতীয় ফুটবলার
১. অনেকেই ধূমপান করেন। কিন্তু
গ্যালারির ভিতর সিগারেট কিংবা বিড়ি নিয়ে প্রবেশ করা যাবে না।
২. বাইক কিংবা স্কুটির হেলমেট নিয়ে
মাঠে প্রবেশ করা যাবে না।
৩. জল কিংবা কল্ড্রিঙসের বোতল নিয়ে
মাঠে প্রবেশ করতে পারবেন না সমর্থকরা।
৪. ছুঁড়ি কিংবা ধাতব অস্ত্র নিয়ে
গ্যালারিতে প্রবেশ করতে পারবেন না।
৫ রেডিও কিংবা ব্লুটুথ স্পিকার সঙ্গে
নিয়ে মাঠে প্রবেশ করা যাবে না।
৬. ডিজিটাল ক্যামেরা কিংবা ডিএসএলআর
ক্যামেরা নিয়ে মাঠে প্রবেশ করা যাবে না।
৭. মানি ব্যাগ ছাড়া বড় ধরণের কোনও
ব্যাগ নিয়ে মাঠে প্রবেশ করতে পারবেন না সমর্থকরা।
৮. ছাতা নিয়ে মাঠে প্রবেশ করা যাবে
না।
৯. বন্ধুক নিয়েও মাঠে প্রবেশ করা
যাবে না।
১০. বাড়ির কোনও পোষ্য নিয়ে
স্টেডিয়ামে প্রবেশ করা যাবে না।
১১. ড্রাম এবং আতশ বাজি নিয়ে মাঠে
ঢুকতে পারবেন না।
১২. মাইক, খাবার নিয়ে মাঠে প্রবেশ করা যাবে না।