ইস্টবেঙ্গল-মোহনবাগান দ্বৈরথে
টিকিটের চাহিদা বরাবরই তুঙ্গে থাকে। তবে, এবার এক অন্য চিত্রই দেখা যাচ্ছে ডার্বির আবহে। শনিবাসরীয় ডার্বির আয়োজক
ইস্টবেঙ্গল। ক্লাবের বিনিয়োগকারী সংস্থা ইমামি-এর ফুটবলের সঙ্গে যুক্ত ব্যক্তিরাই
এই ম্যাচ আয়োজনের দায়িত্ব পালন করছেন। তবে, তাঁদের টিকিট বন্টন এখন ময়দানের অন্যতম আলোচ্য বিষয়।
ইমামি নিজেদের ক্লাব ইস্টবেঙ্গলকে
অন্যান্য সকল ম্যাচের জন্য ১২০০ করে টিকিট পাঠায় কিন্তু এই ডার্বির জন্য মাত্র ৬০০
টিকিট তারা পাঠিয়েছিল। আইএফএ-কে তারা পাঠিয়েছিল ৫০০টি টিকিট। ইস্টবেঙ্গল এবং আইএফএ
সেই টিকিট পত্রপাট বিদায় করে দিয়েছে। অত কম টিকিট কাদের মধ্যে তারা বিতরণ করবে
সেটাই ছিল বড় প্রশ্ন। এই অবস্থায় ইস্টবেঙ্গল এবং আইএফএ-এর হাঁটা পথে হাঁটল মোহনবাগান।
আরও পড়ুন: Kolkata Derby: ইমামির পাঠানো ডার্বির টিকিট ফিরত পাঠাল ইস্টবেঙ্গল, টিকিট ফিরেয়ে দিয়েছে আইএফএ-ও
আরও পড়ুন: Pele: পেলে কি সত্যিই একটি যুদ্ধ বন্ধ করেছিলেন? কী ঘটেছিল ৫৩ বছর আগে
মোহনবাগান ক্লাবে যে পরিমাণ ভিআইপি
বা ভিভিআইপি টিকিট ইমামি পাঠিয়েছে তা যথেষ্ট নয়। তাই প্রতিপক্ষ ক্লাবের থেকে পাঠনো
টিকিট ফিরত পাঠিয়ে দিয়েছে মোহনবাগান। মোহনবাগানের এক্সিকিউটিভ কমিটি টিকিট ফিরত
পাঠানোর এই সিদ্ধান্ত গ্রহণ করে। সবুজ-মেরুনের পক্ষ থেকে সদস্যদের উদ্দেশ্যে
জানানো হয়েছে নিজেদের সদস্যদের সাধারণ টিকিটই প্রতি কার্ডের বিচারে একটি করে দেবেন
তারা।