ছন্নছাড়া ফুটবল খেলেও ভাল জায়গায় রইল
এটিকে মোহনবাগান। হায়দরাবাদ এফসি'র বিরুদ্ধে গত
বৃহস্পতিবার আইএসএল সেমি ফাইনালের প্রথম পর্ব খেলতে নেমেছিল সবুজ মেরুন। এই দিন
গোল করতে না পারলেও গোল হজম করেনি জুয়ানের দল। এই প্রসঙ্গে কী বললেন কোচ, জেনে নেওয়া যাক।
বৃহস্পতিবার হায়দরাবাদের ডেরায় গিয়ে
গোলশূন্য ড্র করেছে বাগান। এই দিন দিমিত্রি, মনবীর,
প্রীতম কোটাল'রা একাধিক সুযোগ পেলেও তা কাজে
লাগাতে পারেননি। ছাত্রদের এমন পারফরম্যান্সে হতাশ সবুজ মেরুন দলের কোচ। এই দিন
ম্যাচের পর জুয়ান বলেছেন, "এই ফলে আমরা হতাশ। কারণ,
ম্যাচটা জিততেই এসেছিলাম এখানে। তবে বেশ কঠিন ছিল কাজটা। হায়দরাবাদ
ভাল দল। ওদের বেশ কয়েকটা ভাল খেলোয়াড় আছে। সেই জন্যই ওরা লিগে দুই নম্বরে ছিল।
সেই জন্যই ওরা গত বারের চ্যাম্পিয়ন। এখন আমাদের পরের ম্যাচের প্রস্তুতি নিতে হবে।
হাতে দু'দিনের বেশি সময় নেই। হায়দরাবাদ খুবই ভাল দল, এ কথা মাথায় রেখে আমাদের পরের ম্যাচের জন্য তৈরি হতে হবে। ওদের বিরুদ্ধে
সুযোগ তৈরি করা, জায়গা তৈরি করা খুবই কঠিন। ওরা আসলে তিন বছর
ধরে একই পরিকল্পনা নিয়ে খেলে আসছে। এই রকম খেলাটাই স্বাভাবিক।"
আরও পড়ুন: ISL 2022-23: হায়দরাবাদের ডেরায় দাপট দিমিত্রিদের, সেমি ফাইনালের প্রথম লেগ ড্র করল এটিকে মোহনবাগান
আরও পড়ুন: চ্যাম্পিয়ন্স লিগ থেকে বিদায় মেসি'দের, বায়ার্নের বিরুদ্ধে লজ্জার হার পিএসজি'র
হায়দরাবাদের বিরুদ্ধে একাধিক সুযোগ
নষ্ট হয়েছে মোহনবাগানের। এই প্রসঙ্গে কোচ বলেছেন, "প্রথমার্ধে হায়দরাবাদ দুটো ভাল সুযোগ পেয়েছিল। সেখানে আমরা একটা সুযোগ
পেয়েছিলাম। দ্বিতীয়ার্ধে ওরা একটা ভাল সুযোগ পায়, আমরাও দু'-তিনটে সুযোগ পেয়েছিলাম। দুই দলই প্রায় একই রকম ভাল খেলেছে। তবে আমি কিছুটা
হতাশ। দু'-তিনটে ভাল সুযোগ পেয়েও তা কাজে লাগাতে পারলাম
না।" হায়দরাবাদের বিরুদ্ধে নামার আগে জুয়ান আক্রমনাত্মক ফুটবল খেলার কথা
বলেছিলেন। কিন্তু প্রথম লেগে তাঁর পরিকল্পনা বাস্তবে ফুটিয়ে তুলতে পারলেও গোলের
সুযোগ নষ্ট করেছেন দলের ফুটবলাররা। তবে দ্বিতীয় লেগেও একই পরিকল্পনায় খেলতে চান
জুয়ান। এই প্রসঙ্গে তিনি বলেছেন, "দ্বিতীয় লেগেও একই
পরিকল্পনা থাকবে। আমরা পরিকল্পনা বদলাই না। আমরা সব সময়েই আক্রমণে ওঠার চেষ্টা করি,
পায়ে বল রাখার চেষ্টা করি, জায়গা তৈরি করা ও
তা কাজে লাগানোর চেষ্টা করি। প্রতিপক্ষ আজ আমাদের চেয়ে বল দখলে এগিয়ে ছিল। রক্ষণে
আরও উন্নতি করতে হবে আমাদের। কিছু খুঁটিনাটি ব্যাপারে পরিবর্তন দরকার ঠিকই। তবে
মানসিকতা একই থাকবে।"