হাতে রয়েছে আর একটি ম্যাচ। আগামী ২৫
ফেব্রুয়ারি চিরপ্রতিদ্বন্দ্বী ইস্টবেঙ্গলের মুখোমুখি হবে এটিকে মোহনবাগান। গ্রুপ
পর্বে এটাই শেষ ম্যাচ সবুজ-মেরুনের। তবে তার আগেই অস্বস্তি বাড়ল মেরিনার্স'দের।
আরও পড়ুন: La Liga: ক্যাডিজকে হারিয়ে রিয়েল মাদ্রিদকে আরও পিছনে ফেলল বার্সা
আরও পড়ুন: ডার্বির আগে অক্সিজেন পেয়ে গেল ইস্টবেঙ্গল
আসন্ন কলকাতা ডার্বিতে খেলতে পারবেন
না ব্রেন্ডন হামিল। কার্ডের সমস্যার কারণে আসন্ন কলকাতা ডার্বি'তে বিদেশি এই ডিফেন্ডারের সার্ভিস পাবে না সবুজ-মেরুন দল।
সম্প্রতি তিরি নিজের দেশ থেকে চোট সারিয়ে ভারতে এসেছেন। তবে স্প্যানিশ ডিফেন্ডার
আদৌ খেলবেন কি না তা নিয়ে ধোঁয়াশা রয়েছে। আইএসএল কর্তৃপক্ষকে প্রত্যেকটি দলের
খেলোয়াড়দের একটি তালিকা পাঠাতে হয়। সেখানে প্রত্যেক চোট পাওয়া খেলোয়াড়দেরও নাম
রাখা যায়। যদিও মোহনবাগান তাদের খেলোয়াড়দের তালিকায় তিরির নাম রেখে থাকে, তা হলে আসন্ন ডার্বিতে খেলার ছাড়পত্র পাবেন তিনি। বর্তমানে আইএসএল লিগ টেবলের
চতুর্থ স্থানে এটিকে মোহনবাগান। ১৯ ম্যাচ খেলে তাদের সংগ্রহীত পয়েন্ট ৩১। আসন্ন
ম্যাচ জিতলেও লিগ টেবলের উপরে উঠতে পারবে না সবুজ মেরুন দলটি। কারণ, এই টেবলের দ্বিতীয় স্থানে রয়েছে হায়দরাবাদ এফসি। তাদের সংগ্রহিত পয়েন্ট
৩৯। অন্যদিকে আইএসএল টেবলের নবম স্থানে রয়েছে ইস্টবেঙ্গল। তাদের সংগ্ৰহ ১৯ পয়েন্ট।