প্লে অফে ওড়িশা এফসি'কে হারিয়েছে এটিকে মোহনবাগান। এবার মিশন সেমি ফাইনাল। আইএসএল'এ ফাইনালে উঠতে গেলে হায়দরাবাদ এফসি'কে হারাতে হবে সবুজ মেরুন দলকে। তবে বড় ম্যাচের আগে অস্বস্তির খবর সমর্থকদের জন্য। হায়দরাবাদের বিরুদ্ধে প্রথম লেগে না-ও খেলতে পারেন আশিক কুরুনিয়ান।
ওড়িশার বিরুদ্ধে দ্বিতীয়ার্ধে বল ধরতে গিয়ে গুরুতর জখম হন এটিকে মোহনবাগান (ATK Mohun Bagan ) গোলরক্ষক বিশাল কাইথ। খেলা চলাকালীন মাঠেই জ্ঞান হারান দলের এই ভরসাযোগ্য তারকা। তড়িঘড়ি করে মাঠে আনা হয় অ্যাম্বুলেন্স। কিন্তু কিছুক্ষণ পরেই স্বাভাবিক হয়ে যান বিশাল। এরপর বেঞ্চে বসেই গোটা ম্যাচ দেখেন তিনি। ম্যাচের পর হাসপাতালে নিয়ে যাওয়া হয় তাঁকে। বর্তমানে বিশাল অনেকটা সুস্থ হওয়ায় স্বস্তি ফিরেছে বাগান শিবিরে। দলের অন্যান্যদের সঙ্গে পুরোদমে অনুশীলন করেছেন তিনি।
আশিক কুরুনিয়ানকে নিয়ে উদ্বেগ ক্রমশ বেড়েই চলেছে দলের অন্দরে। এমনকি আশিকের বিকল্প খুঁজতে গিয়ে রীতিমতো কালঘাম ছুটেছে কোচ জুয়ান ফেরান্দোর। সময় যতো এগোচ্ছে হায়দরাবাদের বিরুদ্ধে সেমিফাইনালের প্রথম লেগে ততই অনিশ্চিত হয়ে উঠেছেন কোচের এই পছন্দের উইঙ্গার। এই পরিস্থিতিতে উইঙ্গারের দায়িত্ব কাকে দেবেন জুয়ান, সেটাই চিন্তার বিষয়। মনে করা হচ্ছে, শুভাশীষ বোস এবং পুইতিয়া'কে কিছুটা উপর থেকে খেলাতে পারেন এটিকেএমবি কোচ।