রাত পোহালেই ‘বড় ম্যাচ’ এটিকে মোহনবাগানের। চলতি আইএসএল-এর শেষ ডার্বি নিয়ে উত্তেজনার পারদ চরমে
পৌঁছে গিয়েছে সমর্থকদের। কিন্তু গ্রুপ পর্বের শেষ ম্যাচ খেলার আগে অস্বস্তিতে
মোহনবাগান। শনিবার ইস্টবেঙ্গলের বিরুদ্ধে খেলতে পারবেন না কার্ল ম্যাকহিউ এবং
ব্রেন্ডন হ্যামিল। যা কিছুটা হলেও সমস্যায় ফেলতে পারে সবুজ-মেরুন’কে। সেই সঙ্গে ইস্টবেঙ্গলের কাউন্টার অ্যাটাক’ও
চিন্তায় রাখছে মেরিনার্সদের।
হুগো বুমোসের চোট থাকলেও আসন্ন ম্যাচে তাঁকে দলে রাখতে পারেন মোহনবাগান কোচ
জুয়ান ফেরান্দো। শেষ ম্যাচে কেরল ব্লাস্টার্সকে হারিয়েছে মোহনবাগান। এই ম্যাচে
একাই দুটি গোল করেছিলেন ম্যাকহিউ। কেরল ম্যাচের এই নায়ককেই ডার্বিতে পাবে না
সবুজ-মেরুন। তাঁর বদলে খেলতে পারেন স্লাভকো ড্যামজানোভিচ। প্রীতম কোটালের সঙ্গে
হাত মিলিয়ে রক্ষণভাগ সামলানোর দায়িত্ব থাকবে এই বিদেশী ফুটবলারের। শুক্রবার
প্রাক-ম্যাচ সাংবাদিক সম্মেলনে প্রীতম বলেছেন, “কে
খেলবে সেটা আমি জানি না। এটা কোচ সিদ্ধান্ত নেবে। তবে যে-ই খেলুক। প্রত্যেকেই
ডার্বির জন্য তৈরি। আর ডার্বি জেতার যে পরিসংখ্যান রয়েছে, সেটা
বজায় রাখার চেষ্টা করব।”
আরও পড়ুন: ISL 2022-23: ক্লেটন সিলভার দুরন্ত ফর্ম কিংবা ম্যাকহিউ'র অনুপস্থিতি নয়, ডার্বি জিতে তিন পয়েন্ট তুলে নেওয়াই প্রধান লক্ষ্য জুয়ানের
আরও পড়ুন: ISL 2022-23: ডার্বি'র আগে স্বস্তির খবর দিল ইস্টবেঙ্গল
ইস্টবেঙ্গলের প্রতি আক্রমণ ভয় ধরাচ্ছে মোহনবাগানকে। প্রীতম বলেছেন, “টিম গেমটা ওরা যেমন খেলে সেটা বেশ ভাল। ডিফেন্স সামলে আক্রমণে ওঠার চেষ্টা করে ওরা।
তবে সবচেয়ে ভয়ঙ্কর বিষয় হল ওদের কাউন্টার অ্যাটাক। ক্লেটন সিলভা-নাওরেম মহেশ যে
ভাবে মাঠের জায়গা গুলোকে কাজে লাগায় সেটা এককথায় অসাধারণ।” সেই
সঙ্গে মোহনবাগানের লক্ষ্য কী, তা-ও স্পষ্ট জানিয়েছেন প্রীতম।
তিনি বলেছেন, “ওরাই আমাদের হারিয়ে মরসুম শেষ করতে চাইবে আর
আমরাও ওদের হারিয়ে লিগ টেবলের তিন নম্বরে উঠতে চাইব। তাই আশা করি খেলাটা বেশ
হাড্ডাহাড্ডি হবে।”