আইএসএল ডার্বির আগে টিকিট নিয়ে বড়সড়
বিতর্ক তৈরি হয়েছে। ইস্টবেঙ্গলের পর এটিকে মোহনবাগান, আইএফএ’ও তাদের সদস্যদের
জন্য পাওয়া বিশেষ টিকিট ফিরিয়ে দিয়েছে। এই পরিস্থিতিতে আগামী শনিবার শুরু হতে চলা
ডার্বি বয়কটের ডাক দিলেন লাল-হলুদ সমর্থকরা। যুবভারতী স্টেডিয়ামের বাইরে ডার্বি
বয়কটের ব্যানারও দেখা গেল।
আরও পড়ুন: Kolkata Derby: ইস্টবেঙ্গল, আইএফএ-এর পর ইমামির পাঠানো টিকিট ফিরত পাঠালো মোহনবাগান
আরও পড়ুন: Kolkata Derby: ইস্টবেঙ্গলের বিরুদ্ধে মেগা ডার্বিতে নামার আগে মুখ খুললেন পেত্রাতোস-স্লাভকো-শুভাশিস, আত্মবিশ্বাসী মোহন-শিবির কী ভাবছে ম্যাচের আগে
অন্যদিকে টিকিট ফিরিয়ে দেওয়া হলেও
ইস্টবেঙ্গল তাদের সদস্যদের টিকিট বিতরন করবে। আজ অর্থাৎ শুক্রবার দুপুর থেকে টিকিট
দেওয়া হবে। লাল-হলুদ ক্লাবের তরফে জানানো হয়েছে, “এটিকে মোহনবাগান বনাম ইস্টবেঙ্গল ম্যাচের জন্য সদস্যদের টিকিট দেওয়া হবে
শুক্রবার দুপুর ২টো থেকে সন্ধ্যা ৭টা পর্যন্ত। যাঁরা আগে আসবেন তাঁরা আগে টিকিট
পাবেন।”
তা হলে কি ইনভেস্টর বনাম ইস্টবেঙ্গলের দ্বন্দ্ব শেষ! এই
প্রসঙ্গে ইস্টবেঙ্গল কর্তা দেবব্রত সরকার বলেছেন, “শুধু সদস্যদের টিকিটগুলো নিয়েছি। প্রাক্তন ফুটবলার, ভিআইপি, ভিভিআইপি, ক্লাব কর্তাদের অনেককেই আমাদের টিকিট দিতে হয়। কিন্তু সেই
টিকিট আমরা তুলিনি। কারণ, আমরা যে সংখ্যক
টিকিট পেয়ে থাকি, তার থেকে এবারে
অনেক কম টিকিট দিয়েছে ইমামি। তা ছাড়া আমাদের সঙ্গে কোনও আলোচনাই করেনি ওরা। কোন
গেট দিয়ে কারা ঢুকবে, টিকিট কবে কী ভাবে
দেওয়া হবে, এই সমস্ত কিছু নিয়েই আলোচনা করার
দরকার ছিল। কিন্তু তা না করে হঠাৎ করে আমাদের সামান্য কিছু টিকিট ধরিয়ে দেওয়া
হয়েছিল। তাই আমরা সেই টিকিট ফিরিয়ে দিয়েছি।” টিকিট বির্তক এখনও শেষ হয়নি। ইস্টবেঙ্গলের পর এটিকে মোহনবাগান, আইএএফ'ও টিকিট ফিরিয়ে
দিয়েছে। যদিও সবুজ-মেরুন কর্তারা কাদের হাতে টিকিট ফিরিয়ে দিয়েছেন তা এখনও স্পষ্ট
নয়।