স্বপ্নের ফর্মে রয়েছেন স্প্যানিশ টেনিস তারকা রাফায়েল
নাদাল। বছরের শুরুতে গ্র্যান্ড স্ল্যাম অস্ট্রেলিয়ান ওপেনে শিরোপা জয় থেকে শুরু
করে এখনও পর্যন্ত অপরাজিত রয়েছেন রাফা। আজ রবিবার (২০ মার্চ), ইন্ডিয়ান ওয়েলসে পুরুষদের সিঙ্গলসের সেমিফাইনালে সেই জয়ের ধারা অব্যহত
রাখলেন রাফা। স্পেনের কার্লোস আলকারাজকে ৬-৪, ৪-৬, ৬-৩ হারিয়ে ইন্ডিয়ান ওয়েলসের ফাইনালে পৌঁছে গেলেন ২১টি গ্র্যান্ড স্ল্যাম
জয়ী এই স্প্যানিশ টেনিস তারকা।
আরও পড়ুন: Ukraine-Russia Conflict: ইউক্রেনিয়ান শিশুদের কল্যানার্থে বড় পদক্ষেপ নিলেন রজার
আরও পড়ুন: Indian Wells: নাদালের কাছে হেরে কোর্টের মধ্যেই তুমুল কান্ড কিরগিয়সের, অল্পের জন্য রক্ষা পেলেন বলবয়
গতবছর চোটের কারণে কেরিয়ার নিয়ে তৈরি হয়েছিল সংশয়। সেই চোট
সারিয়ে কোর্টে ফেরার পর থেকেই স্বপ্নের ফর্মে রয়েছেন নাদাল। এদিন, ৬-৪ ব্যবধানে প্রথম সেট জিতে নাদাল এগিয়ে গেলেও দ্বিতীয় সেটে প্রত্যাবর্তন
ঘটান আলকারাজ। ৪-৬ ব্যবধানে দ্বিতীয় সেট জয় তুলে নিয়ে ম্যাচে সমতা ফেরান তিনি। তবে
নির্নায়ক সেটে শেষ হাসি হেসেছেন নাদালই। ৬-৩ ব্যবধানে তৃতীয় সেট জিতে ফাইনালের
পৌঁছে যান রাফা। ইন্ডিয়ান ওয়েলস পুরুষ সিঙ্গলসের অন্য সেমিফাইনালটিতে বিশ্বের সাত
নম্বর টেনিস তারকা আন্দ্রে রুবেলভকে ৭-৫, ৬-৪ হারিয়ে ফাইনালে
উঠেছেন টেলর ফ্রিটজ। আগামীকাল ইন্ডিয়ান ওয়েলসে পুরুষদের সিঙ্গেলসের ফাইনালে রাফার
মুখোমুখি হবেন ফ্রিটজ।