দীর্ঘ আড়াই বছর ব্যাট হাতে তিন অঙ্কের রান নেই বিরাট কোহলির। এদিকে চলতি
বছরের আইপিএল-এও বিশেষ ছন্দে দেখা যায়নি তাঁকে। ইংল্যান্ডের বিপক্ষে টেস্টে নামার আগে
লেস্টারশায়ারের বিরুদ্ধে প্রস্তুতি ম্যাচ খেলেছে ভারতীয় দল। এই ম্যাচের প্রথম ইনিংসেও
ভাল রান করতে পারেননি বিরাট। কিন্তু এ সবে কান দিতে চান না ভারতীয় দলের কোচ রাহুল দ্রাবিড়।
তাঁর মতে এই টেস্টে দলের হয়ে বড় অবদান রাখতে পারেন ভিকে’ই।
চলতি বছরের আইপিএল-এ মাত্র ২টি অর্ধশতরানের ইনিংস খেলেছেন বিরাট। আইসিসি’র
টি২০ ব্যাটারদের ক্রমতালিকাতেও পিছনে চলে গিয়েছেন প্রাক্তন ভারতীয় অধিনায়ক। দেশের হয়ে
চলতি বছরে মাত্র ২টি টি২০ খেলেছেন বিরাট। অন্যদিকে, বিগত ৩ বছরে দেশের হয়ে টি২০ ফরম্যাটে
ব্যাট করে ৩০০ রানের গন্ডিও টপকাতে ব্যর্থ হয়েছেন 'কিং কোহলি'। তা সত্ত্বেও বিরাটের
উপরই ভরসা রাখছেন দ্রাবিড়। ভারতীয় দলের কোচ বলেছেন, “বর্তমান সময়ে সবচেয়ে পরিশ্রমী
ক্রিকেটার বিরাট। লক্ষ্য পূরণের জন্য ওর খিদেটা দেখার মতো। লক্ষ্য পূরণের ইচ্ছে এবং
ও নিজেকে যে ভাবে প্রস্তুত করে সেটা অসাধারণ। লেস্টারশায়ারের বিরুদ্ধে অনুশীলন ম্যাচেও
ও ভাল খেলেছে। বুমরাহ’র মতো বোলারের বিরুদ্ধে ভাল পারফরম্যান্স করেছে ও। তাই আমার মনে
হয়না ওর আলাদা অনুপ্রেরণার প্রয়োজন আছে।”
আরও পড়ুন: T20 World Cup: টি২০ বিশ্বকাপের ভারতীয় দলে থাকবেন না শামি!
আরও পড়ুন: India vs England: রোহিতের অনুপস্থিতিতে অধিনায়কত্বের ব্যাটন উঠল কার হাতে, জেনে নিন
ভারতীয় কোচ রাহুল বলেছেন, “ক্রিকেটীয় জীবনে মাঝে মাঝে এরকম সময় আসে। শুধু
মাত্র সেঞ্চুরি করা মানেই সফল এমনটা নয়। অনেকে এটাই মনে করেন। তবে একজন কোচের দৃষ্টিতে
দেখলে গেলে, বিষয়টা অন্য হয়ে যায়। আমি ওর কাছ থেকে ম্যাচ জয় করানোর অবদানটা পেলেই খুশি।
ও সাজঘরে সকলকে অনুপ্রেরণা যোগায়।” লেস্টারশায়ারের বিরুদ্ধে প্রথম ইনিংসে ব্যর্থ হলেও
দ্বিতীয় ইনিংসে দুরন্ত ব্যাটিং করেন কোহলি। আগামী শুক্রবার থেকে শুরু হবে ইংল্যান্ডের
বিপক্ষে গুরুত্বপূর্ণ টেস্ট। বর্তমানে এই সিরিজে ২-১ ব্যবধানে এগিয়ে রয়েছে ভারতীয় দল।
তাই এই টেস্ট জয় কিংবা ড্র করলেই সিরিজ জয় করে নেবেন কোহলি'রা।