ইংল্যান্ডের বিরুদ্ধে অসমাপ্ত টেস্ট সিরিজের শেষ ম্যাচ খেলতে ইতিমধ্যেই
ইংল্যান্ডে পৌছে গিয়েছে ভারতীয় দল। সেখানে আজ প্রস্তুতি ম্যাচে লেসিস্টারশায়ারের বিরুদ্ধে
একটি প্রস্তুতি ম্যাচ খেলবে ভারত। আর সেই প্রস্তুতি ম্যাচে দেখা গেল অভিনবত্বের ছোঁয়া।
এই ম্যাচে ভারতের বিরুদ্ধে ভারতীয় দলের চার ক্রিকেটকে খেলতে দেখা যাবে লেসিস্টারশায়ারের
হয়ে। এই ম্যাচে ভারতকে নেতৃত্ব দেবেন রোহিত শর্মা। চোটের কারণে কেএল রাহুল এই সফর থেকে
বাদ পড়েছেন। তবে কে সহ-অধিনায়ক হবেন, বিসিসিআই এখনও তাঁর নাম ঘোষণা করেনি। দক্ষিণ
আফ্রিকার বিরুদ্ধে ১৯ জুন সিরিজ শেষ হওয়ার পর পন্তদের সঙ্গেই প্রধান কোচ রাহুল দ্রাবিড়ও
যোগ দেন ভারতীয় শিবিরে।
ভারত বনাম লেসিস্টারশায়ারের প্রস্তুতি ম্যাচটি লেস্টারের গ্রেস রোডে চলবে
আজ ২৩ জুন থেকে ২৭ জুন পর্যন্ত। এই ম্যাচটির সম্প্রচার টিভিতে সরাসরি হবে না। তবে লেসিস্টারশায়ার
ক্রিকেট ক্লাবের অফিসিয়াল ইউটিউব চ্যানেল ???????????????????? ????????-তে সরাসরি সম্প্রচার
করা হবে। ভারতীয় সময় দুপুর ৩:০০ টে থেকে শুরু এই ম্যাচ।
এক নজরে দেখে নেওয়া
যাক ভারত বনাম লেসিস্টারশায়ারের প্রথম একাদশ কেমন হতে পারেঃ
ভারতঃ রোহিত শর্মা (ক্যাপ্টেন),
শুভমান গিল, বিরাট কোহলি, শ্রেয়স আইয়ার, হনুমা বিহারী, কেএস ভরত (উইকেটরক্ষক), রবীন্দ্র
জাদেজা, শার্দুল ঠাকুর, মহম্মদ শামি, মহম্মদ সিরাজ, উমেশ যাদব
লেসিস্টারশায়ারঃ স্যাম ইভান্স (ক্যাপ্টেন),
রেহান আহমেদ, চেতেশ্বর পূজারা, স্যাম বেটস (উইকেটরক্ষক), ঋষভ পন্ত, ন্যাট বোলি, উইল
ডেভিস, জোই এভিসন, লুই কিম্বার, আবি সাকান্দে, রোমান ওয়াকার, প্রসিধ কৃষ্ণ, জাসপ্রিত
বুমরাহ