অ্যাশেজের দ্বিতীয় দিনের শেষে বাকি দুই টেস্টের মতই সেই
একই ছবি দেখা গেল ইংল্যান্ড(England) শিবিরে। অজি পেশারদের সামনে কোন ভাবেই প্রতিরোধ গড়ে
তুলতে পারছেন না ইংল্যান্ডের ব্যাটসম্যানরা।
আরও পড়ুন: মুখ খুললে কাটা যাবে ম্যাচের পারিশ্রমিক, নিজের 'বিতর্কিত আউট' নিয়ে মন্তব্য মায়াঙ্কের
আরও পড়ুন: বোলারদের দাপটে দ্বিতীয় দিনের শেষে সিরিজ প্রায় পকেটে পুরে নিল অস্ট্রেলিয়া
মেলবোর্নে দ্বিতীয় দিনে জেমস অ্যান্ডারসন, রবিনসন ও মার্কউ'রা অজিদের বিরুদ্ধে ভাল পারফর্ম করে
দলকে ম্যাচে ফেরার সুযোগ করে দিলেও সেই সুযোগকে সঠিক ভাবে কাজে লাগাতে ব্যর্থ হন
ইংল্যান্ডের টপ অর্ডার। প্রথম ইনিংসে মাত্র ১৮৫ রান করার পর, দ্বিতীয় ইনিংসে ১২ ওভারেই ৩১ রানে চার উইকেট হারিয়ে বসে জো রুটের(Joe
Root) দল।
প্রথম ইনিংসে হাসিব হামিদ শূন্য রানে আউট হন। ২০২১ সালে
ব্যাটারদের খাতা না খুলেই সাজঘরে ফেরার দৃশ্য এর আগেও ৪৯ বার দেখেছিল ইংল্যান্ড, যা একটি নজির। পাশাপাশি ইংল্যান্ডের ওপেনাররা গড়েছেন আরও একটি লজ্জাজনক
নজির। প্রথম ইনিংসে হামিদের শূন্য রানে আউট হওয়ার পরই ভারতকে টপকে এক বছরে
সর্বাধিক এক অঙ্কের স্কোরে আউট হওয়ার রেকর্ড ইংল্যান্ড ওপেনারদের দখলে চলে যায়। এর
আগে ১৯৮৩ সালে ভারতীয় ওপেনাররা টেস্টে ২৮ বার এক অঙ্কের স্কোরে আউট হয়েছিলেন।
মেলবোর্নে দ্বিতীয় দিনের শেষে ইংল্যান্ডের জন্য সেই সংখ্যাটা এই বছরে গিয়ে দাঁড়াল
৩১।