আগামী দুই একদিনের মধ্যেই বৈঠকে বসতে পারেন ইমামি ও ইস্টবেঙ্গল কর্তারা।
জানা গিয়েছে, চুক্তি ও দল গঠন নিয়ে আলোচনা হবে সেই বৈঠকে।
সূত্রের খবর, গত সোমবার (২০ জুন) ইমামির তরফে চুক্তির একটি খসড়া পাঠানো
হয়েছিল ইস্টবেঙ্গল কর্তাদের। তবে তাতে বেশ কিছু পরিবর্তন চেয়েছেন লাল-হলুদ কর্তারা।
পাশাপাশি দল গঠনের কাজ স্থগিত থাকায় মঙ্গলবার (২১ জুন) ইমামিকে চিঠি পাঠানো হয় ক্লাবের
তরফে। সেই চিঠির উত্তর এসে গিয়েছে বুধবার (২২ জুন)। আর তাতেই ক্লাব কর্তাদের সঙ্গে
দ্রুত বৈঠকে বসার কথা জানানো হয়েছে।
আরও পড়ুন: ATKMB: তিন বছরের চুক্তিতে চেন্নাইয় এফসি থেকে বিশাল কাইথকে দলে নিল এটিকে মোহনবাগান
আরও পড়ুন: ATKMB: সব জল্পনার অবসান ঘটিয়ে তিরির পরিবর্ত হিসেবে হ্যামিলকে দলে নিল মোহনবাগান
ইমামি কর্তারা জানিয়েছেন, ইস্টবেঙ্গল ক্লাবের সঙ্গে তাঁরা অতীতেও যুক্ত
ছিলেন। কলকাতার ফুটবল আবেগ সম্পর্কে তাঁদের যথেষ্ট ধারনা রয়েছে। লাল-হলুদ সদস্য, সমর্থকদের
ফুটবল প্রেমের কথাও তাঁদের অজানা নয়। ফলে সেই সব কিছুকে গুরুত্ব দিয়েই আইএসএল-এর জন্য
শক্তিশালী দল তৈরি করা হবে। ক্লাবের সঙ্গে চুক্তিও দ্রুত সম্পন্ন করার চেষ্টা হচ্ছে।
আশঙ্কার কোনও কারণ নেই। ফুটবলের স্বার্থেই ইমামি গোষ্ঠী আবার ইস্টবেঙ্গলের সঙ্গে যুক্ত
হয়েছে। সেই স্বার্থকে গুরুত্ব দিয়েই কাজ করবেন তাঁরা।
বিগত কয়েক মরসুমে ইস্টবেঙ্গল সমর্থকদের অভিজ্ঞতা মোটেও ভাল না। ক্লাব কর্তাদের
কথা অনুযায়ী তাঁদের অভিজ্ঞতাও হয়তো খুব একটা ভাল ছিল না। তবু নতুন কোম্পানি মানে
নতুন আশা। এই আশা-নিরাশা নিয়ে আপাতত দিন গুজরান। এখনও পর্যন্ত যা শোনা যাচ্ছে, তাতে
হাতে গোনা কয়েক দিনের মধ্যেই সই পর্ব মিটতে পারে।