আগামী বুধবার থেকে শুরু হচ্ছে নিউজিল্যান্ডের বিপক্ষে তিন ম্যাচের ওডিআই সিরিজ। কিন্তু তার আগেই দল থেকে ছিটকে গেলেন শ্রেয়স আইয়ার। মঙ্গলবার দুপুরের দিকে সরকারি ভাবে জানিয়ে দিল ভারতীয় ক্রিকেট বোর্ড।
শ্রীলঙ্কার বিরুদ্ধে বড় রান না পেলেও ভাল খেলেছেন শ্রেয়স আইয়ার। শ্রীলঙ্কার বিপক্ষে তিন ম্যাচের ওডিআই সিরিজে যথাক্রমে ২৮, ২৮ এবং ৩৮ রান করেছেন ডান হাতী ব্যাটার। তবে সদ্য সমাপ্ত সিরিজের তৃতীয় ম্যাচ খেলার পর চোটের কবলে পড়লেন শ্রেয়স। পিঠে চোট লেগেছে তাঁর। ভারতীয় ক্রিকেট বোর্ডের তরফে জানানো হয়েছে, 'শ্রেয়স আইয়ার নিউজিল্যান্ডের বিরুদ্ধে ওডিআই সিরিজে খেলতে পারবেন না। পিঠের চোট লেগেছে তাঁর। তবে তাঁর চোট কতটা গুরুতর তার পর্যালোচনা হবে জাতীয় ক্রিকেট একাডেমি'তে। সেখানেই তাঁর রিহ্যাব চলবে। রজত পাতিদারকে ডাকা হয়েছে শ্রেয়সের পরিবর্ত হিসেবে।' সম্প্রতি দুর্দান্ত ফর্মে রয়েছেন রজত পাতিদার। মধ্যপ্রদেশের হয়ে রঞ্জি ট্রফিতে দারুন ব্যাটিং করছেন তিনি। রঞ্জিতে পাঁচ ম্যাচে ৪৩৮ রান করেছেন পাতিদার। একটি শতরান এবং তিনটি অর্ধশতরানও করেছেন তিনি।
glIlmer
Mar 10, 2023 22:06 [IST]