বিগত বেশ কয়েক বছর ধরে লক্ষ্য করা যাচ্ছে বাংলার খেলোয়াড়রা কলকাতার দল কলকাতা
নাইট রাইডার্সে সুযোগ পাচ্ছেন না। কিন্তু অন্যান্য আইপিএল ফ্যাঞ্চাইজির হয়ে মাঠে নজরকাড়া
পারফরম্যান্স করছেন বাংলার খেলোয়াড়রা। এই প্রসঙ্গে আগেও বেশ কিছু প্রাক্তনীদের মুখ
খুলতে দেখা গিয়েছিল। এবার এই বিষয়ে মুখ্যমন্ত্রী মমতা বন্ধোপাধ্যায়ের সাহায্য চাইলেন
বাংলার ক্রীড়া প্রতিমন্ত্রী মনোজ তিওয়ারি।
এর আগে বাংলার খেলোয়াড়দের দলের না নেওয়ার কারণে ক্ষোভ প্রকাশ করেছিলেন ভারতের
উইকেটরক্ষক ব্যাটসম্যান ঋদ্ধিমান সাহা। এবার এই বিষয়ে সরব হলেন মনোজ। তার মতে বাংলার
দল হয়েও, বাংলার প্লেয়ারদের না নেওয়ার যে সংস্কৃতিটা কেকেআর-এর রয়েছে, সেটা বদলানো
দরকার। নাইট রাইডার্স যাতে বাঙালি প্লেয়ারদের সুযোগ দেয়, তার জন্য মনোজ চান, মুখ্যমন্ত্রী
মমতা বন্দ্যোপাধ্যায় যেন কেকেআর-এর কর্ণধার শাহরুখ খানের সঙ্গে কথা বলেন।
আরও পড়ুন: India vs Pakistan: ভারতের তুলনায় ধারে ও ভারে এগিয়ে রয়েছে পাকিস্তান, জানালেন এই প্রাক্তন তারকা
আরও পড়ুন: Virat Kohli: আউট হয়ে মেজাজ হারালেন কোহলি, দেখে নিন ভিডিও
এক সাক্ষাৎকারে মনোজ বলেন, “স্থানীয় ক্রিকেটারদের দেখতেই লোকে মাঠে আসেন।
সমর্থকরাও সেটাই চান। নিজের রাজ্যের ক্রিকেটারদের দেখলে সাধারণ মানুষ আরও বেশি সমর্থন
করতে এগিয়ে আসবেন। আবেগও বেশি থাকবে। আমি চাই মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় যেন
কেকেআর-এর মালিক এবং বাংলার দূত শাহরুখ খানের সঙ্গে এই প্রসঙ্গে কথা বলুন।” তিনি আরও
বলেন, “একটা বদল অবশ্যই প্রয়োজন। আমি আগেও বলেছি কেকেআর বেশি করে বাঙালি ক্রিকেটার
দেখতে চাই। আমার একটাই প্রশ্ন, বাকি দলগুলোয় যদি বাংলার ক্রিকেটাররা নিয়মিত প্রথম একাদশে
সুযোগ পায়, তা হলে এখানে পাবে না কেন? দল পরিচালন সমিতির উপরে প্রশ্ন উঠতে বাধ্য। ওরা
কোনও সময়ই খুলে কথা বলে না। চুপচাপ থাকে। তাই প্রশ্ন ওঠে।”