বৃষ্টির জন্য নটিংহ্যামের প্রথম টেস্ট ড্র হল। না হলে হয়তো প্রথম টেস্টেই
হারের মুখ দেখতে হত রুট বাহিনীকে, এমনটাই শোনা গেছিল অনেক বিশেষজ্ঞদের মুখে। এবার দ্বিতীয়
টেস্টের আগে জো রুটের কপালে চিন্তার ভাঁজ। লর্ডসের দ্বিতীয় টেস্টের আগে অনিশ্চিত হয়ে
পড়লেন ইংল্যান্ডের তারকা পেসার স্টুয়ার্ট ব্রড।
মঙ্গলবার অনুশীলনে পায়ে চোট পান ব্রড। ইএসপিএন-ক্রিকইনফোর রিপোর্ট অনুযায়ী
ব্রডের ডান পায়ের কাফ মাসলে চোট লেগেছে। ফলে
লর্ডস টেস্টে অভিজ্ঞ পেসারের মাঠে নামা হচ্ছে। বুধবার চোটের জায়গায় স্ক্যানের
রিপোর্ট হতে আসার পরেই জানা যাবে চোট কতটা
গুরুতর।
ইংল্যান্ড ইতিমধ্যেই চোটের জন্য সিরিজ থেকে হারিয়েছে তারকা পেসার জোফ্রা
আর্চারকে। তারকা অল-রাউন্ডার বেন স্টোকস স্বেচ্ছ্বায় অনির্দিষ্টকালের জন্য ছুটি নিয়েছেন
খেলা থেকে। এবার স্টুয়ার্ট ব্রড লর্ডস টেস্টে মাঠে নামতে না পারলে সেটা ইংল্যান্ড
শিবিরের জন্য নিশ্চিতভাবেই বড় ধাক্কা হবে।