অস্ট্রেলিয়ার বিপক্ষে টি২০ সিরিজের শুরুটা ভাল হল না ভারতের। পাহাড় প্রমান রান করেও অস্ট্রেলিয়ার বিপক্ষে চলতি টি২০ সিরিজের প্রথম ম্যাচটিতে ৪ উইকেটে হারতে হল ভারতকে। এই দিন দুরন্ত ব্যাটিং করলেন হার্দিক পান্ডিয়া।
মোহালির পেস বোলিং সহায়ক পিচে প্ৰথমে ব্যাট করতে নেমে ব্যর্থ হলেন রোহিত শর্মা। মাত্র ১১ রান করেই আউট হন ভারত অধিনায়ক। ব্যর্থ হন বিরাট কোহলিও(২)। চার নম্বরে ব্যাট করতে নেমে ৪৬ রান করেন সূর্যকুমার যাদব। ৩৫ বলে ৫৫ রান করে আউট হন ওপেনার কেএল রাহুল। এর পর অক্ষর প্যাটেল(৬), দীনেশ কার্তিক(৬), হর্ষাল প্যাটেল(৭) ব্যাটে নামলেও উল্লেখযোগ্য রান করতে পারেননি। তবে ব্যর্থতার চাদরে মোড়া দিনটিতে উজ্জ্বল একমাত্র হার্দিকের ইনিংস। এই দিন ৩০ বলে ৭ টি চার এবং ৫ টি ছয়ের সৌজন্যে ৭১* রানের ঝকঝকে ইনিংসটি সাজান হার্দিক। তাঁর এই ইনিংসের সুবাদে নির্ধারিত ওভারের শেষে ৬ উইকেটের বিনিময় ২০৮ রানে পৌঁছয় ভারত।
২০৯ রানের জবাবে ব্যাট করতে নেমে ইনিংসের শুরু থেকেই আক্রমনাত্মক ব্যাটিং করেন আরন ফিঞ্চের নেতৃত্বাধীন দলটির ব্যটাররা। ৩ ওভারেই ৩০ এর বেশি রান তুলে নেন তাঁরা। অজিদের প্রথম ধাক্কাটি দেন অক্ষর। আউট করেন অধিনায়ক ফিঞ্চ(২২)কে। দ্বিতীয় উইকেটের পতন হয় ১১তম ওভারে। অক্ষরের বলে বিরাটের হাতে ক্যাচ তুলে দেন ক্যামেরুন গ্রীন(৬১)। পরের ওভারের স্টিভ স্মিথ(৩৫)'কে আউট করেন উমেশ যাদব। অজিদের চতুর্থ উইকেটটি শিকার করেন উমেশ'ই। ভারতীয় এই পেসারের বলে কট বিহাইন্ড হন গ্লেন ম্যাক্সওয়েল(১)। বিপক্ষের পঞ্চম উইকেটটি তুলে নেন অক্ষর। আউট করেন জস ইনগ্লিস(১৭)'কে। শেষ ওভারে যুজবেন্দ্র চহালের বলে হার্দিকের হাতে ক্যাচ তুলে দেন টিম ডেভিড(১৮)। এই দিন শেষ তিন ওভারে ৪০ রান বাকি ছিল অজিদের। ১৮তম ওভারে বল করতে এসে ২২ রান দেন হর্ষাল। ১৯তম ওভারে এসে ১৬ রান দেন ভুবি এবং শেষ ওভারে বাকি রান করে দেয় অস্ট্রেলিয়া। এই সুবাদে ৪ উইকেটে ম্যাচটি জিতে নেয় তারা।