ফাইনালে অসাধারণ খেলে সোনা জিতে নিয়েছেন পিভি সিন্ধু। সদ্য সমাপ্ত বার্মিংহ্যাম
কমনওয়েলথ গেমসে মহিলা সিঙ্গেলসের ফাইনালে কানাডার মিচেল লী’কে হারিয়েছেন সিন্ধু। এই
সুবাদে ভারতীয় এই মহিলা শাটলারকে শুভেচ্ছা জানিয়েছেন ডেভিড ওয়ার্নার।
গত সোমবার ফাইনাল খেলতে নেমেছিলেন সিন্ধু। এ দিন জয়ের পর অস্ট্রেলিয়ার অন্যতম
সেরা বাম হাতী ব্যাটার তাঁকে শুভেচ্ছা জানিয়েছেন। ওয়ার্নার টুইটারে সিন্ধুকে উদ্দেশ্য
করে লিখেছেন, “অসাধারণ সিন্ধু, এটা অনেক বড় প্রাপ্তি।” অজি তারকার এই টুইট ইতিমধ্যেই
ভাইরাল হয়ে গিয়েছে নেটপাড়ায়। অজি তারকার শুভেচ্ছা বার্তা পেয়ে খুশি হয়েছেন ভারতীয় সমর্থকরাও।
উল্লেখ্য, এটি কমনওয়েলথ গেমসে মহিলা সিঙ্গেলসের প্রথম সোনা পেলেন সিন্ধু।
আরও পড়ুন: Commonwealth Games 2022: মোট ৬১টি পদক জিতে কমনওয়েলথ গেমসে চতুর্থস্থানে শেষ করল ভারত
আরও পড়ুন: Asia Cup 2022: শামি দলে না থাকায় হতাশ এই বোর্ড আধিকারিক
২০১৪-এর কমনওয়েলথ গেমসের মহিলাদের সিঙ্গেলসে ব্রোঞ্জ পেয়েছিলেন সিন্ধু।
২০১৬’র অলিম্পিক্সে রুপোর পদক পান সিন্ধু। ২০১৮’র কমনওয়েলথ গেমসের মিক্সড ইভেন্টে পান
সোনা। এর পর টোকিও অলিম্পিক্সে ব্রোঞ্জ নিয়ে সন্তুষ্ট থাকতে হয় তাঁকে। তবে এবারে মহিলাদের
সিঙ্গেলসে নিজের সোনা জয়ের ফাঁড়া কাটালেন ভারতীয় এই মহিলা শাটলার। কানাডার মিচেল লী-কে
২১-১৫, ২১-১৩ পয়েন্টের ব্যবধানে হারিয়ে সোনা পেয়ে গেলেন তিনি।
sZEoTbILi
Jul 26, 2023 10:51 [IST]SRQttVtTi
Jul 04, 2023 21:05 [IST]dckvgcNp
Jul 01, 2023 20:53 [IST]Bloohopsy
Jun 16, 2023 23:56 [IST]endulky
Jun 05, 2023 10:38 [IST]endulky
May 29, 2023 03:03 [IST]Bloohopsy
May 26, 2023 09:42 [IST]Pienuilia
May 10, 2023 00:04 [IST]thapsit
Apr 21, 2023 18:12 [IST]Soigiougs
Mar 16, 2023 19:55 [IST]