গত সপ্তাহের বৃহস্পতিবার ইউক্রেনের বিরুদ্ধে আচমকাই যুদ্ধ ঘোষণা করেছে রাশিয়া। যার
জেরে ভ্লাদিমির পুতিন সরকারের আক্রমণ সামলাতে রীতিমত হিমসিম খেতে হয়েছে ভলোদিমির জেলেনস্কি’র
বাহিনীকে। রাশিয়ানদের একচুল জমিও ছাড়তে রাজি নয় ইউক্রেন। তাই নিজের দেশকে বাঁচাতে যুদ্ধে
নামলেন একাধিক ইউক্রেনিয়ান খেলোয়াড়।
মাসখানেক আগে আমেরিকা, আফগানিস্তান থেকে তাদের সেনাবাহিনী সরিয়ে নিতেই ফের
শাসনে আসে তালিবান জঙ্গীগোষ্ঠী। সরকারের আসন তাদের দখলে আসা মাত্রই আফগানিস্তানে ফের
শুরু হয়ে যায় স্বৈরাচারিতা। সেই সময় তালিবানদের বিরুদ্ধে রুখে দাঁড়ানোর বদলে লেজ গুটিয়ে
পালিয়েছিলেন আফগানিস্তানের নীতিনির্ধারণকারী আধিকারিকরা। তবে ইউক্রেনের ক্ষেত্রে গোটা
চিত্রটাই আলাদা। বিশ্বের তাবড় তাবড় দেশগুলি থেকে প্রত্যক্ষভাবে সাহায্য না পাওয়া সত্ত্বেও
পুতিনের চোখে চোখ রেখে লড়াই চালিয়ে যাচ্ছে জেলেনস্কি’র বাহিনী। এমতাবস্থায় মাতৃভূমিকে
রক্ষা করতে হাতে অস্ত্র তুলে নিয়েছেন ইউক্রেনিয়ান বক্সার, রেস্টালার, ফুটবলার থেকে
শুরু করে একাধিক ক্রীড়াবিদরা।
আরও পড়ুন: ক্রিকেটারদের অনুশীলনে নামার মাঠ এবং দিনক্ষণ চূড়ান্ত করল বোর্ড
আরও পড়ুন: বিরাটের শততম টেস্টে নজির গড়ার হাতছানি
রাশিয়ার কুদৃষ্টি থেকে দেশকে বাঁচাতে ইউক্রেনের কিংবদন্তি বক্সার ক্লিতসচো
এবং তাঁর দুই ভাই(ভিতালি এবং ওয়ালিদিমির) হাতে তুলে নিয়েছেন অস্ত্র। ভিতালি তাঁর দেশবাসীর
উদ্দেশ্যে একটি ভয়েস মেসেজে বলেছেন, “আমার কাছে অন্য কোনও উপায় ছিল না। আমাকে এটা করতেই
হবে। আমি তাদের বিপক্ষে লড়াই চালিয়ে যাব।” আর এক বক্সার আলেকজান্দার ইউসিক, একটি ভয়েস
মেসেজে পুতিনকে উদ্দেশ্য করে বলেছেন, “আক্রমণ করা বন্ধ করুন, যুদ্ধ থামান।” এঁদের পাশাপাশি
যুদ্ধে নেমেছেন ভারোত্তোলক ইয়ারোস্লাভ আমোসভ, টেনিস তারকা সার্জেই স্টাভস্কি( যিনি ২০১৩ উইম্বলডনে
রজার ফেডেরার’কে পরাস্ত করেছিলেন) অলিম্পিয়ন দিমিত্রো পিদ্রুচনি এবং দিমিত্রো মজুরচুক।
পক্ষান্তরে দেশরক্ষার্থে নিজের প্রাণ বিসর্জন দিয়েছেন দুই ইউক্রেনিয়ান ফুটবলার, ভিতালি
সাপিলো এবং দিমিত্রো মার্টিনেঙ্কো।
EzOJPsF
Jul 26, 2023 22:39 [IST]Bloohopsy
Jun 17, 2023 05:18 [IST]Pienuilia
May 10, 2023 08:53 [IST]Soigiougs
Mar 17, 2023 07:21 [IST]