গত বৃহস্পতিবার থেকে শুরু হয়েছে কমনওয়েলথ গেমস। চলতি বছর ইংল্যান্ডের মাটিতে আয়োজিত হবে এই প্রতিযোগিতা। চলতি বছর মোট ৩২২ জন সদস্য কমনওয়েলথ গেমসে অংশ নেবেন। যার মধ্যে রয়েছেন ২১৫ জন আথলিট এবং ১০৭ জন সাপোর্ট স্টাফ। তবে চলতি বছর বেশ কিছু ভারতীয় তারকা কমনওয়েলথ গেমসে খেলবেন না। একনজরে দেখে নেওয়া যাক, বার্মিংহ্যাম কমনওয়েলথ গেমসে কারা অংশ নিতে পারলেন না।
১. সাইনা নেহওয়াল( ব্যাডমিন্টন)-
কমনওয়েলথ গেমসে দুই বার পদকজয়ী এই ভারতীয় শাটলার এবারে এই প্রতিযোগিতায় খেলবেন না। কমনওয়েলথ গেমসের ট্রায়ালে অংশগ্রহণ করেননি সাইনা। চলতি বছর একগুচ্ছ সূচি রয়েছে ব্যাডমিন্টনের। সেই কারণে পর্যাপ্ত পরিমাণে বিশ্রাম নিতে পারছেন না সাইনা। সেই কারণে নাকি তিনি ট্রায়ালে যোগদান করতে পারেননি বলে জানিয়েছেন সাইনার স্বামী পি কাশ্যপ। তাই এই বছরের কমনওয়েলথ গেমসে দেখা যাবে না এই ভারতীয় মহিলা শাটলারকে।
২. মেরি কম(বক্সিং)-
ভারতীয় বক্সারদের মধ্যে অন্যতম পরিচিত মুখ মেরি। সম্প্রতি চোট পেয়েছেন তিনি। সেই কারণে কমনওয়েলথ গেমসের ট্রায়ালে অংশগ্রহন করতে পারেননি মেরি। একটি প্ৰতিযোগিতায় দুই বার যুব বিশ্বচ্যাম্পিয়ন নিতু গঙ্গসের বিরুদ্ধে লড়ছিলেন তিনি। সেই সময় তাঁর বাম পায়ের হাঁটুতে চোট পান। রেফারি তাঁকে ইনজুরি টাইম'ও দেন। কিন্তু সেই সময় ঠিক ভাবে উঠে দাঁড়াতেও পারছিলেন না মেরি। সেই কারণে বর্তমানে বিশ্রাম নিতে হচ্ছে তাঁকে।
৩. তাজিন্দরপাল সিং তুর (শট পুট)-
চলতি বছর বিশ্ব আথলিট চ্যাম্পিয়ন হয়েছেন তাজিন্দর। কিন্তু বর্তমানে গুরুতর চোট পেয়েছেন তিনি। জানা গিয়েছে, কুঁচকির চোট নিয়ে ভুগছেন ভারতীয় এই শট পুটার। সেই কারণে কমনওয়েলথ গেমসের ট্রায়ালে যেতে পারেননি তাজিন্দর। তাই চলতি বছর কমনওয়েলথ গেমসের আসরে দেখা যাবে না তাঁকে।
৪. এস ধনলক্ষ্মী(আথলিট)-
বার্মিংহ্যামে অংশ নেওয়া ভারতীয় সদস্যদের দলে ছিলেন ধনলক্ষ্মী। কিন্তু আচমকাই বড়সড় সমস্যায় ঝরিয়ে পড়েছেন ২৪ বছর বয়সী এই ভারতীয় স্পিন্টার। নিষিদ্ধ ড্রাগস নিয়েছেন বলে অভিযোগ উঠেছিল তাঁর উপর। সম্প্রতি তা প্রমাণও হয়ে গিয়েছে। সেই কারণে ভারতীয় স্কোয়াড থেকে বাতিল করা হয়েছে তাঁর নাম।
৫. ঐশ্বর্য বাবু( হাই এবং ট্রিপল জাম্পার)-
চলতি বছর জাতীয় অন্ত-রাজ্য আথলিট চ্যাম্পিয়নশিপের আসর বসেছিল চেন্নাইয়ে। সেখানে অংশগ্রহন করার কথা ছিল ঐশ্বর্যর। কিন্তু ধনলক্ষ্মীর মতো তিনিও নিষিদ্ধ ড্রাগস নিয়েছেন। সেই কারণে কমনওয়েলথ গেমসের স্কোয়াড থেকে নাম ছাঁটাই করে দেওয়া হয় তাঁর। সেই সঙ্গে কয়েক মাসের জন্য খেলা থেকেও নিষিদ্ধ করা হয়েছে ঐশ্বর্যকে।
৬. রানী রামপাল( হকি)-
চোট পেয়েছেন রানী। সেই কারণে কমনওয়েলথ গেমসের ট্রায়ালে অংশগ্রহন করতে দেখা যায়নি তাঁকে। তাই বার্মিংহ্যামে ভারতীয় দলের হয়ে খেলতে দেখা যাবে না তাঁকে। ১৮ জনের ভারতীয় মহিলা হকি দলের স্কোয়াডে নাম ছিল না রানীর।
৭. কমলপ্রীত কউর (ডিস্কাস থ্রো)-
কমনওয়েলথ গেমসে খেলার জন্য যে যোগ্যতা(৫৮ মিটার) অর্জনের প্ৰয়োজন ছিল তা খুব সহজেই করে দেখিয়েছেন কমলপ্রীত(৬১.৩৯মিটার)। কিন্তু নিষিদ্ধ স্টেরয়েড নেওয়ার অভিযোগ রয়েছে তাঁর নামে। সেই কারণে বার্মিংহ্যামের কমনওয়েলথ গেমসের আসরে দেখা যাবে না এই ভারতীয় মহিলা ডিস্কাস থ্রোয়ার'কে।
৮. বিকাশ কৃষ্ণন( বক্সিং)-
২০১৮-এর কমনওয়েলথ গেমসের আসর থেকে সোনা জয় করেছিলেন বিকাশ। সেই সঙ্গে ভারতের প্রথম পুরুষ বক্সার হিসেবে এশিয়া এবং কমনওয়েলথ গেমসের স্বর্ণপদক জয় করেছেন তিনি। কিন্তু জুন মাসে কমনওয়েলথ গেমসের ট্রায়ালে অংশ নেননি বিকাশ। সেই কারণে বাতিলের খাতায় নাম চলে গিয়েছে এই ভারতীয় বক্সারের।
৯. জেসুইন অল্ড্রিন(লং জাম্প)-
কমনওয়েলথ গেমসে খেলার যোগ্যতা অর্জন করার জন্য প্রয়োজন ছিল ৮ মিটারের একটি বড় লাফ দেওয়ার। সেই জায়গায় জেসুইন লাফ দিয়েছেন ৮.২৬ মিটার। কিন্তু এর পরের তিনটি প্ৰতিযোগিতায় ৮ মিটার লাইনই স্পর্শ করতে পারেননি তিনি। সেই কারণে ব্যামিংহ্যামে যেতে চলা ভারতীয় স্কোয়াড থেকে বাতিল করে দেওয়া হয়েছে তাঁর নামটি।
১০. শিখা পান্ডে( ক্রিকেট)-
ভারতীয় মহিলা ক্রিকেট দলের অন্যতম সেরা অলরাউন্ডার শিখা। কিন্তু আচমকাই নিজের নাম তুলে নিয়েছেন শিখা। বিশ্বকাপ এবং কমনওয়েলথ গেমসে খেলবেন না বলেও জানিয়ে দিয়েছেন তিনি। যদিও এর কারণ কী, তা নিয়ে মুখ খোলেননি শিখা। সেই কারণে আসন্ন এই প্রতিযোগিতার আসরে দেখা যাবে না তাঁকে।
১১. নীরজ চোপড়া(জ্যাভলিন থ্রো)-
সব ঠিক থাকলে কমনওয়েলথ গেমসে ভারতের পতাকাবাহক হিসেবে দেখা যেত অলিম্পিক্সে সোনার পদকজয়ী নীরজকে। কিন্তু কুঁচকির চোটের কারণে প্ৰতিযোগিতা থেকে ছিটকে গিয়েছেন এই ভারতীয় জ্যাভলিন থ্রোয়ার। সেই কারণে এই প্রতিযোগিতায় ভারতের পতাকাবাহক করা হয়েছে পিভি সিন্ধুকে।
NZtmyO
Aug 12, 2023 08:13 [IST]rbYtwHM
Jul 09, 2023 10:08 [IST]Alcorse
Jun 10, 2023 00:27 [IST]Alcorse
May 30, 2023 06:28 [IST]mooptew
Apr 27, 2023 14:21 [IST]