নতুন ভোরের স্বপ্ন দেখা শুরু কলকাতা ক্রীড়া সাংবাদিক
ক্লাবের (সিএসজেসি)। দীর্ঘ দশ বছর পর ফের সিএসজেসির কর্মসমিতিতে ফিরলেন বলিষ্ঠ
ক্রীড়া সাংবাদিক সুভেন রাহা। সিএসজেসি’র প্রাক্তন সচিব বিনা
প্রতিদ্বন্দ্বীতায় সভাপতি পদে নির্বাচিত হয়েছেন। দীর্ঘ ছয় বছর সচিব হিসেবে ক্লাবের
দায়িত্ব অতীতে সামলেছেন তিনি। তাঁর অধীনেই নব রূপে নির্মিত হয় ক্রীড়া সাংবাদিক
ক্লাব। পুরনো তাঁবু ভেঙে তাঁর হাত ধরেই গড়ে ওঠে সিএসজেসি’র
নতুন তাঁবু।
২৬ এপ্রিল ক্লাবের বার্ষিক সাধারণ সভায় ২০২২-২৪ সময় পর্বের
জন্য এগজিকিউটিভ কাউন্সিলের নির্বাচন অনুষ্ঠিত হয় এবং সেই নির্বাচন শেষে দৈনিক
সংবাদের সিনিয়র রিপোর্টার সুভেন রাহা বিনাপ্রতিদ্বন্দ্বিতায় ওয়ার্কিং কমিটির
সভাপতি পদে নির্বাচিত হন। ক্লাবের নয়া সচিব হিসেবে নির্বাচিত হয়েছেন টাইমস অব
ইন্ডিয়ার অভিজ্ঞ সাংবাদিক অর্চিমান ভাদুড়ী, সহ-সচিব পদে এসেছেন এই
সময় সংবাদপত্রের অর্ঘ বন্দ্যোপাধ্যায়।
নতুন সভাপতি হিসেবে দায়িত্ব নেওয়ার পর সুভেন রাহা ক্লাবের
সচিব সহ কর্মসমিতিদের দেওয়া নিজের বার্তায় বলেছেন, “গত দু'বছর করোনা মহামারীর কারণে ক্লাবকে বহু ক্ষতির সম্মুখীন হতে হয়েছে। একটা
দল হিসেবে ক্লাবকে আবার স্বমহিমায় ফিরিয়ে নিয়ে আসাটাই আমাদের প্রথম ও প্রধান
কাজ।”
আরও পড়ুনঃ UEFA Champions League: পরিসংখ্যানের বিচারে রিয়াল অনেকটা এগিয়ে থাকলেও এক ইঞ্চি জমি ছাড়তে নারাজ পেপ
আরও পড়ুনঃ ATK Mohun Bagan: মিটতে চেলেছে দীর্ঘ দাবি, মোহনবাগানের সামনে থেকে এটিকে নাম সরার সম্ভবনা প্রবল
সিএসজেসি’র নব নির্বাচিত তিন সহ-সভাপতি হলেন
অমিতাভ দাস শর্মা (দ্য হিন্দু), অমরেন্দ্র চক্রবর্তী
(ফ্রিলান্সার) এবং নীলেশ ভট্রাচার্য ( টাইমস অফ ইন্ডিয়া)। কোষাধ্যক্ষের পদে
নির্বাচিত হয়েছেন রূপক বসু (এই সময়)।
সিএসজেসি’র গঠিত নতুন কর্মসমিতির বাকি সদস্যরা
হলেন রবীন্দ্র (জয়) চৌধুরী (বর্তমান),
নজরুল ইসলাম মোল্লা (আজকাল), দেবাঞ্জন
বন্দোপাধ্যায় ( আনন্দবাজার পত্রিকা), অরুপ পাল(ইস্টবেঙ্গল
সমাচার) ও সুগত মুখোপাধ্যায় (কিডস ম্যাজিক্স)।
RbgLhR
Jul 15, 2023 04:31 [IST]endulky
Jun 10, 2023 10:44 [IST]endulky
Jun 04, 2023 07:33 [IST]