রাশিয়া ইউক্রেনের ভয়াবহ যুদ্ধ অব্যাহত। তবে গত সোমবার (৭ মার্চ) ইউক্রেন
ও রাশিয়ার মধ্যে তৃতীয় দফার আলোচনা শুরু হয়। ইউক্রেনের সুমি, কিভ, খারকিভ এবং মারিউপোল
শহরে অস্থায়ী যুদ্ধবিরতি চলছে। তার মধ্যেই দুই দেশের বার্তালাপের সিদ্ধান্ত নেওয়া
হয়েছে। রাশিয়ান প্রতিরক্ষা মন্ত্রনালয় ঘোষণা করেছে যে সাধারণ মানুষদের সরিয়ে নেওয়ার
জন্য রুশেরা যে মানবিক দ্বার খুলেছে তার জন্যই এই পদক্ষেপ গ্রহণ। একদিকে যখন রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের
প্রতিবেশী ইউক্রেনে হামলার পর সারা বিশ্বে রাশিয়ার বিরোধিতা করা হচ্ছে। সেই সময় যুদ্ধ
বিতর্ককে উস্কে দিলেন রাশিয়ার জিমন্যাস্ট ইভান কুলিয়াক। পদক জয়ের মঞ্চে ইউক্রেনীয়
খেলোয়াড় ইলিয়া কোভতুনের পাশে দাঁড়িয়ে যুদ্ধের সমর্থন করলেন তিনি।
আরও পড়ুনঃ Pranjal Banerjee: দুই বছর পর ফের চ্যাম্পিয়ন্স লিগের ম্যাচে মাঠে ফিরছেন সোদপুরের প্রাঞ্জল
সম্প্রতি কাতারের রাজধানি দোহাতে 'টাইশান আর্টিস্টিক জিমন্যাস্টিকস ওয়ার্ল্ড
কাপ' নামের একটি প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে। সেখানেই কুলিয়াক ব্রোঞ্জ জেতেন। ওই একই
ইভেন্টে সোনা জিতেছেন ইউক্রেনের জিমন্যাস্ট ইলিয়া কোভটান। এরপর পদক নেওয়ার সময় পোডিয়ামে
ওঠতেই দেখা যায় যে, কুলিয়াকের পোশাকে বুকের মাঝ বরাবর 'Z' লেখা রয়েছে। এই চিহ্নটি যুদ্ধে
ব্যবহৃত রাশিয়ার ট্যাংক ও যুদ্ধ যানগুলিতে দেখা গেছে। যার মানে 'বিজয়'।
এই ঘটনার পরিপ্রেক্ষিতে এখন আন্তর্জাতিক জিমন্যাস্টিক ফেডারেশন ইভান কুলিয়াকের
বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা নিতে চলেছে। একটি বিবৃতিতে ফেডারেশন বলেছে, "আন্তর্জাতিক
জিমন্যাস্টিকস ফেডারেশন জিমন্যাস্টিকস এথিক্স ফাউন্ডেশনকে পুরুষ জিমন্যাস্ট ইভান কুলিয়াকের
বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা নিতে বলবে। যিনি কাতারের দোহায় সরঞ্জাম বিশ্বকাপে আশ্চর্যজনক
আচরণ করেছিলেন।" আন্তর্জাতিক জিমন্যাস্টিক ফেডারেশন ইতিমধ্যেই কুলিয়াককে নিষিদ্ধ
করেছে।
কুলিয়াক প্রথম রাশিয়ান জিমন্যাস্ট নন যিনি প্রকাশ্যে ইউক্রেনে পুতিনের
যুদ্ধে সমর্থন করলেন। গত সপ্তাহে স্বেতলানা খোরকিনা অনলাইনে 'Z' চিহ্ন শেয়ার করেছেন।
খোরকিনা ক্যাপশনে লিখেছেন, "যারা রাশিয়ান হতে লজ্জিত নয় তাদের জন্য একটি প্রচারণা।"
luXbrgJ
Jul 25, 2023 18:56 [IST]Bloohopsy
Jun 16, 2023 16:36 [IST]Pienuilia
May 09, 2023 11:59 [IST]Soigiougs
Mar 16, 2023 04:50 [IST]