এশীয় চ্যাম্পিয়নশিপের সেমিফাইলানের ম্যাচে শনিবার (৩০ এপ্রিল) জাপানের আকানে
ইয়ামাগুচির বিরুদ্ধে হেরে সোনা হাতছাড়া হয় ভারতীয় শাটলার পিভি সিন্ধুর। খেলার ফলাফল
হয় ২১-১৩, ১৯-২১, ১৬-২১। এই ম্যাচ হারার পরই চেয়ার আম্পায়ারের বিরুদ্ধে অন্যায়ভাবে
পয়েন্ট কেটে নেওয়ার অভিযোগ আনেন ভারতীয় তারকা শাটলার। তিনি দাবি করেন আম্পায়ার অনৈতিকভাবে
একটি পয়েন্ট দিয়েছেন ইয়ামাগুচিকে।
আরও পড়ুনঃ ফের মুখ পুরলো ভারতের, ডোপিং-এর দায়ে অভিযুক্ত দেশের প্রথম সারির দুই অলিম্পিয়ান
প্রসঙ্গত, ম্যাচের প্রথম সেটে দাপটের সঙ্গে জয় ছিনিয়ে নেন সিন্ধু। দ্বিতীয়
সেটেও এগিয়ে ছিলেন তিনি। দ্বিতীয় সেটে যখন খেলার ফলফল ১৪-১২ ছিল, সেই সময়েই আম্পায়ার
এক পয়েন্ট দিয়ে দেন ইয়ামাগুচিকে। কারণ হিসাবে তিনি বলেন, সার্ভ করতে বেশি সময় নিয়েছেন
সিন্ধু। সেই কারণেই পেনাল্টি হিসাবে এক পয়েন্ট দেওয়া হল ইয়ামাগুচিকে। এই ঘটনায় প্রচণ্ড
ক্ষুব্ধ হন সিন্ধু। ম্যাচের মধ্যেই আম্পায়ারের সঙ্গে তর্কাতর্কিতে জড়িয়ে পড়েন তিনি।
কিন্তু তাতে লাভ হয়নি। উলটে খেলার ছন্দ হারিয়ে ফেলেন সিন্ধু। তারপর আর ম্যাচে ফিরে
আসতে পারেননি তিনি। শেষ পর্যন্ত টুর্নামেন্টের শীর্ষ বাছাই ইয়ামাগুচির কাছে ২১-১৩,
১৯-২১, ১৬-২১ ফলে হেরে যান তিনি। সোনা জয়ের স্বপ্ন ভেঙে যায় তাঁর। ব্রোঞ্জ নিয়েই সন্তুষ্ট
থাকতে হয় তাঁকে।
আরও পড়ুনঃ Asian Championships: সেমিফাইনালে জাপানের প্রতিনিধির কাছে পরাস্ত হলেন সিন্ধু
ম্যাচের শেষে সিন্ধু জানান, “আমি সার্ভ করতে সময় নিচ্ছিলাম কারণ তখন প্রতিপক্ষ
তৈরি ছিল না।” কিন্তু তাঁর কথা
শুনতে রাজি হননি আম্পায়ার। সিন্ধু বলেছেন, “হঠাৎই ইয়ামাগুচিকে এক পয়েন্ট দিয়ে দেওয়া
হয়। এটা অত্যন্ত অন্যায় হয়েছে। আমি মনে করি ম্যাচ হেরে যাওয়ার অন্যতম কারণ এই ঘটনা।” ঘটনার সময়ে উত্তেজিত
হয়ে পড়েন সিন্ধু ফলে মনসংযোগ ব্যাহত হয়। সেই ইঙ্গিত করেই সিন্ধু বলেছেন, “সেই সময়ে
স্কোর ১৫-১১ হতে পারত। কিন্তু আম্পায়ারের কারণে তা হয়নি। এরপরেই ম্যাচে ফিরে আসে ইয়ামাগুচি
এবং পরপর পয়েন্ট জিততে থাকে।” সিন্ধু মনে করেন, এইব ঘটনা না হলে তিনি ম্যাচ
জিতে ফাইনালে উঠতে পারতেন।
hnxZbPxgW
Aug 03, 2023 13:19 [IST]endulky
Jun 17, 2023 11:31 [IST]igniguaps
May 16, 2023 21:34 [IST]