ঘোষিত হল অষ্টম নেতাজি উভাস চন্দ্র স্টেট গেমসের দিনক্ষণ। আগামী শুক্রবার থেকে এই প্রতিযোগিতা। উদ্বোধন হবে হরিণঘাটার
মৌলানা আব্দুল কালাম আজাদ ইউনিভার্সিটি অফ টেকনোলজি কলেজ (ম্যাকাউট) ক্যাম্পাসে। তবে এই ক্যাম্পাসে উদ্বোধন হলেও গেমসের অন্য খেলা গুলি হবে হাওড়া,
হুগলি এবং সল্টলেক সাই কমপ্লেক্সে।
উল্লেখ্য, হরিণঘাটার ম্যাকাউটের সঙ্গে যৌথভাবে এবার স্টেট গেমস পরিচালনা করতে চলেছে বেঙ্গল
অলিম্পিক অ্যাসোসিয়েশন। বুধবার কলকাতা ক্রীড়া সাংবাদিক ক্লাব তাঁবুতে সাংবাদিক
সম্মেলন করে বিওএ-র সভাপতি স্বপন (বাবুন) ব্যানার্জি জানালেন, এবার মোট ৪৩টি ইউনিট আছে। ইভেন্টের সংখ্যা ২৫টি। প্রতিযোগীর সংখ্যা
৫০০০। উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন একঝাঁক খেলোয়াড়। উপস্থিত ছিলেন বিওএর সচিব
জহর দাস, সহ সভাপতি রামানুজ মুখার্জি, কমল
মৈত্রীর, রুপেশ কর প্রমুখ।
অপরদিকে, এই সাংবাদিক সম্মেলনের মাঝে সাঁতারু সায়নী দাস ও তীরন্দাজ অতনু দাসকে বিওএ, রাজ্য সাঁতার সংস্থা ও কলকাতা ক্রীড়া সাংবাদিক ক্লাব সংবর্ধনা জানায়।
এশিয়ার প্রথম মহিলা সাতারু হিসেবে
মালোইকা চ্যানেল জয় করে ইতিহাস তৈরি করেছেন বাংলার মেয়ে সায়নী দাস। পূর্ব
বর্ধমানের কালনার মেয়ে আগেই পার করেছে ইংলিশ চ্যানেল, ক্যাটলিনা, রট নেস্ট। চলতি বছরের ডিসেম্বরে, আর একটি চ্যানেল পার করার পরিকল্পনা করছেন সায়নী।
করোনার সময় অনুশীলন করার জায়গা না
পাওয়ায় একটা সময়ে সাঁতার ছেড়ে দেওয়ার চিন্তা করেছিলেন সায়নী। তবে কোচ ও মায়ের
উৎসাহে ফের ফেরেন তিনি। এরপর অক্লান্ত পরিশ্রম করে গত ২৯ মার্চ আমেরিকায় যান তিনি।
এপ্রিল মাসের প্রথম দু’সপ্তাহের মধ্যে মলোকাইয়ের জলে নামার কথা
থাকলেও খারাপ আবহাওয়ার কারণে সায়নী জলে নামতে পারেননি। ওই সময়ে হাওয়ার গতিবেগ
ঘণ্টায় ৩৫-৪৫ কিমি ছিল। ফলে জলের ঢেউ ২ মিটারের উপরে থাকছিল। তখন মলোকাইয়ের জলে
নামা ঝুঁকিপূর্ণ ছিল। পরে অনুকূল পরিস্থিতিতে ২৭ এপ্রিল, নিজের
জন্মদিনের দিন রাত ৮টা ২০ মিনিটে মালোইকা চ্যানেল জয়ের জন্য নামেন তিনি। সায়নী
জানান যে, ২০ থেকে ২৪ ঘন্টা লাগে এই চ্যানেলটি পার করতে। তবে
তিনি পার করেছেন ১৮ ঘন্টা ৫০ মিনিটে। সায়নী সময় আর কম লাগত কিন্তু পাইল্ট বোট খারাপ হয়ে যাওয়ায় ৩ ঘন্টা বেশি সময় লাগে তাঁর। তিনি জানান, পার থেকে ১০০ মিটার দূরে তাঁর মা
এবং কোচকে জাতীয় পতাকা নিয়ে দাঁড়িয়ে থাকতে দেখার মুহূর্তটাই ছিল তাঁর কাছে সব থেকে
স্মরণীয় মুহূর্ত।
YxJsRZNu
Jul 25, 2023 06:45 [IST]endulky
Jun 13, 2023 13:08 [IST]igniguaps
May 08, 2023 19:37 [IST]