জাতীয় রেকর্ড গড়লেন নীরজ চোপড়া। টোকিও অলিম্পিক্সের
জ্যাভলীন থ্রো’তে সোনা জয় করেছিলেন নীরজ। এর পর দীর্ঘ ১০ মাস পর প্ৰতিযোগিতায় অংশগ্রহণ
করে নিজের গড়া রেকর্ডই ভাঙলেন ‘সোনার ছেলে’।
বর্তমানে পাভো নুর্মী গেমস’এ অংশগ্রহণ করেছেন
নীরজ। গত মঙ্গলবার ৮৯.৩০ মিটার জ্যাভলিন থ্রো করে জাতীয় রেকর্ড গড়েছেন তিনি। এর আগে
গত বছর ৮৮.০৭ মিটার জ্যাভলিন থ্রো করে রেকর্ড
করেছিলেন নীরজ। যা ওই মরসুমের সেরা পাঁচটি থ্রো-এর মধ্যে একটি ছিল। সেই রেকর্ডই ভাঙলেন
নীরজ। তবে নিজের রেকর্ড ভাঙলেও সোনা জয় করা হল না তাঁর।
আরও পড়ুন: Indonesia Open: ইন্দো ওপেনের প্রথম রাউন্ড থেকেই ছিটকে গেলেন সিন্ধু ও সাই প্রণীত
আরও পড়ুন: Tennis: বাবার কাছে নির্যাতিতা, ২৬ তলা থেকে ঝাঁপ দিতে গিয়ে ফিরে আসা, বিস্ফোরক তথ্য ফাঁস করলেন এই টেনিস তারকা
পাভো নুর্মী গেমসের প্রথম রাউন্ডে এই দিন
৮৬.৯২ মিটার জ্যাভলিন ছোড়েন নীরজ। উল্লেখ্য, টোকিও অলিম্পিক্সে ৮৭.৫৮ মিটার থ্রো করে
সোনা জয় করেছিলেন তিনি। এর পরই দ্বিতীয় রাউন্ডে ৮৯.৩০ মিটারের থ্রো করেন অলিম্পিক্স
চ্যাম্পিয়ন। তবে এই রাউন্ডে তাঁকে টপকে যান ফিনল্যান্ডের অলিভার হেল্যান্ডার। তিনি
৮৯.৮৩ মিটারের বিরাট থ্রো করেন। এর পর তিনটি ফাউল থ্রো করেন নীরজ। শেষ চেষ্টায় ৮৫.৮৫
মিটার পাঠান তাঁর জ্যাভলিনটিকে। ফলস্বরূপ সোনা হাতছাড়া হয়ে যায় তাঁর।
YvDDWLkL
Aug 16, 2023 01:12 [IST]AOJxIiX
Jul 13, 2023 06:37 [IST]Alcorse
Jun 11, 2023 23:41 [IST]Alcorse
Jun 02, 2023 01:36 [IST]