ফের পদক জয়ের হাতছানি নীরজ চোপড়ার। বিশ্ব বিশ্ব অ্যাথলেটিক্স চ্যাম্পিয়নশিপের
ফাইনালে পৌঁছে গেলেন অলিম্পিক্সে স্বর্ণপদক জয়ী ভারতীয় জ্যাভলিন থ্রোয়ার। আজ অর্থাৎ
শুক্রবার বিশ্ব অ্যাথলেটিক্স চ্যাম্পিয়নশিপের ফাইনালে ওঠার জন্য একটি থ্রো-তেই বাজিমাত
করে দিয়েছেন নীরজ।
এ দিন বিশ্ব অ্যাথলেটিক্স চ্যাম্পিয়নশিপের ফাইনালে ওঠার জন্য ৮৩.৫০ মিটার
জ্যাভলিন ছোঁড়ার প্রয়োজন ছিল। যা নীরজ তাঁর একটি থ্রো-তেই করে দেখিয়েছেন। এই দিন প্রথম
থ্রো-তে ৮৮.৩৯ মিটার দূরে জ্যাভলিন ছুঁড়ে এই প্রতিযোগিতার ফাইনালে পৌঁছে গিয়েছেন নীরজ।
যোগ্যতা অর্জন পর্বে গ্রুপ এ-তে ছিলেন নীরজ। তাই নিয়ম অনুযায়ী এই গ্রুপের প্রথম প্ৰতিযোগি
হিসেবে তাঁকেই প্রথম জ্যাভলিন ছোঁড়ার জন্য আসতে হয়। এসে মাত্র ১২ সেকেন্ডের মধ্যে বাজিমাত
করে দিলেন নীরজ।
আরও পড়ুন: Taipei Open 2022: তাইপে ওপেনের শেষ আটে দেশের এই তারকা শাটলার
আরও পড়ুন: US Open: টিকা না নিলে ইউএস ওপেনে জোকার খেলা কার্যত অনিশ্চিত, জানাল আমেরিকা
বিশ্ব অ্যাথলেটিক্স চ্যাম্পিয়নশিপের ফাইনালে ওঠার সুবাদে তাঁকে নিয়ে ফের
পদক জয়ের স্বপ্ন দেখছেন দেশবাসী। উল্লেখ্য, শেষ তিনটি প্ৰতিযোগিতার মধ্যে একটি সোনা
এবং দুটি রূপোর পদক জয় করেছেন নীরজ। শুধু তাই নয়, নিজের জাতীয় রেকর্ডও উন্নতি ঘটিয়েছেন
এই তারকা। ডায়মন্ড লিগে এখনও পর্যন্ত জীবনের সেরা থ্রো করেন নীরজ (৮৯.৯৪)।
TzTrZL
Aug 20, 2023 00:29 [IST]vMvnajCs
Jul 17, 2023 16:30 [IST]Alcorse
Jun 14, 2023 02:22 [IST]Preelia
May 05, 2023 23:25 [IST]