ফের ইতিহাস রচলেন নীরজ চোপড়া। টোকিও অলিম্পিক্সে সোনা জিতে ইতিহাস গড়েছিলেন নীরজ। এবার ডায়মন্ড লিগে প্রথম ভারতীয় হিসেবে খেতাব জয় করে নিলেন ভারতীয় এই জ্যাভলিন থ্রোয়ার।
খেতাব জয় করলেও একবার ফাউল থ্রো করেন নীরজ। জুরিখে ডায়মন্ড লিগ ফাইনালের মোট ছয়টি রাউন্ডের প্রথমটিতে ফাউল থ্রো করেছিলেন তিনি। বাকি পাঁচটিতে দাপটের সঙ্গে বর্ষা ছুঁড়েছেন নীরজ। এবারও দ্বিতীয় থ্রো-তে বাজিমাত করে দেখিয়েছেন 'সোনার ছেলে'। প্রথম থ্রো-তে ৮৮.৪৪ মিটার জ্যাভলিন থ্রো করেন নীরজ। ডায়মন্ড লিগের খেতাব জয় করলেও ৯০ মিটারের মাইলস্টোন ছুঁতে পারেননি নীরজ। দ্বিতীয় থ্রো-তে ৮৮.৮৮ মিটার জ্যাভলিন থ্রো করেন তিনি। তৃতীয়, চতুর্থ, পঞ্চম ও ষষ্ঠ রাউন্ডে ছোড়েন যথাক্রমে ৮৮ মিটার, ৮৬.১১ মিটার, ৮৭ মিটার এবং ৮৩.৬ মিটার।
সম্প্রতি গোড়ালির চোটের কারণে বার্মিংহ্যাম কমনওয়েলথ গেমসে খেলতে পারেননি নীরজ। সেই কারণে বেশ কিছুটা নিরাশ হন সমর্থকরা। যদিও চোট সারিয়ে ওঠার পর আর বসে থাকেননি নীরজ। ৯০ মিটার জ্যাভলিন থ্রো করার স্বপ্ন সত্যি করার জন্য আমেরিকা এবং জার্মানিতে অনুশীলন করতে চলে যান তিনি। ফিরে এসেই ইতিহাস রচলেন নীরজ। ২০২৪এ আয়োজিত হবে প্যারিস অলিম্পিক্স। এই মঞ্চে খেতাব জয় করাই মূল লক্ষ্য নীরজের।
endulky
Jun 18, 2023 19:57 [IST]igniguaps
May 19, 2023 06:02 [IST]