অল্পের জন্য ৯০ মিটারের লক্ষ্য পূরণ করতে
পারলেন না ভারতের সোনার ছেলে নীরজ চোপড়া। তবে ১৬ দিনে এই দুইবার ভাঙলেন জাতীয় রেকর্ড।
বৃহস্পতিবার (৩০ জুন) স্টকহোম ডায়মন্ড লিগে প্রথম চেষ্টায় ৮৯.৯৪ মিটার দুরত্ব অতিক্রম
করে তাঁর জ্যাভলিন। সেই থ্রোয়ের সুবাদে এই প্রথমবার ডায়মন্ড লিগে প্রথম দুইয়ে শেষ করলেন
অলিম্পিক্স চ্যাম্পিয়ন।
তবে ৯০ মিটারের লক্ষ্য একটুর জন্য ছুঁতে না
পারলেও একেবারে অসন্তুষ্ট নন নীরজ চোপড়া। বরং অলিম্পিক্স চ্যাম্পিয়ন তাঁর ট্রেনিংয়ে
খুশি। বৃহস্পতিবার (৩০ জুন) স্টকহোম ডায়মন্ড লিগে রুপো জয়ের পর নীরজ বলেন, "আমার
খুব ভালো লাগছে। প্রথম রাউন্ডে ৮৯.৯৪ মিটার ছুড়েছিলাম। যা ৯০ মিটারের কাছে। খুব ভালো
লাগছে। আমি ভেবেছিলাম যে আজ আমি ৯০ মিটারের বেশি দূরত্ব অতিক্রম করতে পারব। ঠিক আছে,
এই বছর আরও প্রতিযোগিতায় নামব আমি। পিটার্সকে অভিনন্দন জানাই।" সঙ্গে তিনি বলেন,
"ট্রেনিং ভালো হচ্ছে। ধীরে-ধীরে উন্নতি ভালো।"
আরও পড়ুনঃ International Olympic Day: সিএসজেসির উদ্যোগে পালিত হল আন্তর্জাতিক অলিম্পিক দিবস
আরও পড়ুনঃ Neeraj Chopra: টোকিও'র পর কুয়োরটন গেমসে সোনা জিতলেও অভিষ্ট্য লক্ষ্যে পৌঁছতে পারলেন না নীরাজ
এদিন, প্রথম চেষ্টায় ৮৯.৯৪ মিটার ছোড়েন নীরজ।
যিনি গত ১৪ জুন পাভো নুরমি গেমসে ৮৯.৩ মিটার দূরত্ব অতিক্রম করে জাতীয় রেকর্ড গড়েছিলেন।
সেটাই টোকিয়ো অলিম্পিক্সের পর নীরজের প্রথম টুর্নামেন্ট ছিল। তবে সেই জাতীয় রেকর্ড
বেশিদিন টিকল না। তবে দ্বিতীয় থ্রোয়ে কিছুটা ছন্দপতন হয় নীরজের। তাঁর জ্যাভলিন ৮৪.৩৭
মিটার অতিক্রম করে। তারইমধ্যে নিজের তৃতীয় চেষ্টায় ৯০ মিটারের গণ্ডি পেরিয়ে যান অ্যান্ডারসন
পিটার্স। তাঁর বর্শা ৯০.৩১ মিটার যায়। সেই থ্রো অ্যান্ডারসনের সোনা জয় নিশ্চিত করে
দেয়। তৃতীয় চেষ্টায় ৮৭.৪৬ মিটার, চতুর্থ চেষ্টায় ৮৪.৭৭ মিটার এবং পঞ্চম চেষ্টায় ৮৬.৬৭
মিটার দূরত্ব পার করেন নীরজ। প্রথম প্রচেষ্টায় ৮৯.৯৪ মিটার থ্রোয়ের সুবাদে স্টকহোম
ডায়মন্ড লিগে রুপো জেতেন তিনি।
endulky
Jun 18, 2023 17:55 [IST]igniguaps
May 19, 2023 02:55 [IST]