হাতে আর মাত্র ১দিন। তারপরই শুক্রবার থেকে মার্কিন যুক্তরাষ্ট্রের ইউজিনে
শুরু হতে চলেছে বিশ্ব অ্যাথলেটিক চ্যাম্পিয়নশিপ। আর এই চ্যাম্পিয়নশিপে টোকিয়ো অলিম্পিকে
সোনা জয়ী ভারতীয় জ্যাভলিন থ্রোয়ার নীরজ চোপড়ার মূল লক্ষ্য হচ্ছে ৯০ মিটারের দূরত্ব
অতিক্রম করা। গত মাসে পাভো নুর্মি গেমসে ৮৯.৩০ মিটার এবং পরে স্টকহলম ডায়মন্ড লিগে
৮৯.৯৪ মিটার জ্যাভলিন ছুড়েছিলেন তিনি। তবে নিজের ৯০ মিটার অতিক্রম করার লক্ষ্য পূরণ
করতে পারেননি নীরজ। তাই বিশ্ব অ্যাথলেটিক্স চ্যাম্পিয়নশিপের মঞ্চে এই লক্ষ্য পূরণ করতে
মরিয়া তিনি।
সংবাদ সংস্থা রয়টার্সকে দেওয়া সাক্ষাৎকারে নীরজ বলেছেন, “এখন অনেক অ্যাথলিটি
৯০ মিটার দূরত্ব অতিক্রম করার ক্ষমতা অর্জন করে ফেলেছে। আমি চেষ্টা করব ইউজিন বিশ্ব
অ্যাথলেটিক্স চ্যাম্পিয়নশিপে সেই লক্ষ্য পূরণ করতে।” তিনি আরও বলেন, “আমি খোলা মনে অনুশীলন করেছি।
বিশ্ব অ্যাথলেটিক্সে সেই মনোভাব নিয়েই পদকের লড়াইয়ে নামব।”
আরও পড়ুন: Paris Olympics 2024: বিশ্বকাপের পর এবার অলিম্পিক্স থেকেও বাদ পড়তে পারে রাশিয়া-বেলারুশ
আরও পড়ুন: Novak Djokovic: টিকা না নিলেও ইউএস ওপেনে খেলতে চান জোকার
এই প্রতিযোগিতায় পদকের জন্য নীরজকে জার্মানির অ্যাথলিট জোহানেস ভেট্টা করা
টক্কর দেবে বলে মনে করা হচ্ছিল। কিন্তু তিনি কাঁধের চোটের কারণে সরে দাঁড়িয়েছেন। এই
প্রসঙ্গে নীরজ বলেন, “এ নিয়ে অহেতুক চাপ সৃষ্টি না করে নিজের একশো শতাংশ উজাড় করে
দেব।”
mLkmYQWIb
Jul 18, 2023 09:54 [IST]Bloohopsy
Jun 13, 2023 23:07 [IST]Bloohopsy
Jun 04, 2023 10:41 [IST]Pienuilia
May 04, 2023 12:30 [IST]