বর্তমানে ভারতে করোনা সংক্রমণ নিয়ন্ত্রণে থাকলেও চিন পরিস্থিতি অনেকটাই
আলাদা। সে দেশে ক্রমশ বেড়ে চলেছে এই মারণ ভাইরাসের সংক্রমণ। সেই কারণেই এশিয়ান প্যারা
গেমস স্তগিত করল চিন সরকার।
চিনে ক্রমশ চোখ রাঙাচ্ছে করোনা ভাইরাস। গোটা বিশ্বজুড়ে এই মারণ ভাইরাসের
প্রভাব এখনও কমেনি। এরই মধ্যে ফের চিনে এই মারণ ভাইরাসে সংক্রমণের গ্রাফ উর্ধ্বমূখী।
এই কারণে আগামী ১০ থেকে ২৫ সেপ্টেম্বর শুরু হতে চলা ১৯তম হাংঝোউয়-এর এশিয়ান গেমস স্তগিত করে দিয়েছে
চিন। এবার ঠিক তেমনই ভাবে এশিয়ান প্যারা গেমস স্তগিত করল তারা।
সব কিছু ঠিক থাকলে আগামী ৯ থেকে ১৫ অক্টোবর থেকে শুরু হওয়ার কথা ছিল এই প্যারা গেমসের।
আরও পড়ুন: Thomas Cup: ভারতীয় ক্রীড়াক্ষেত্রে গর্বের দিন, ৭৩ বছরের ইতিহাসে প্রথমবার থমাস কাপ জিতল ভারত
আরও পড়ুন: অনুশীলনে ব্যাঘাত নৈব নৈব চ, গ্রামের মধ্যেই সোনার ছেলেকে উপহার আস্ত একটা স্টেডিয়াম
মঙ্গলবার এশিয়ান প্যারা গেমস আয়োজক কমিটি একটি বিবৃতিতে জানিয়েছে, “এশিয়ান
প্যারালিম্পিক কমিটির তরফে জানানো হয়েছে আগামী ৯ অক্টোবর থেকে শুরু হতে চলা এশিয়ান
প্যারা গেমস স্তগিত করা হয়েছে।” চিনের তরফে জানানো হয়েছে, দেশের করোনা সংক্রমণের গ্রাফ
উর্ধ্বমূখী হওয়ার কারণেই এই সিদ্ধান্তে আসতে হয়েছে তাদের।
BKFxBHPFh
Jul 12, 2023 01:56 [IST]Bloohopsy
Jun 10, 2023 22:20 [IST]Bloohopsy
May 30, 2023 13:56 [IST]