ইউক্রেনের প্রতি মোটেই সুবিচার করেনি রাশিয়া। সে দেশের সঙ্গে এখনও যুদ্ধ চালিয়ে যাচ্ছে ভ্লাদিমির পুতিনের দেশ। তাদের সহায়তা করেছে বেলারুশ। তাই ইতিমধ্যেই বিভিন্ন ক্রীড়া প্রতিযোগিতা থেকে নাম বাদ পড়েছে রাশিয়া এবং বেলারুশের ক্রীড়াবিদদের। আগামী ২০২৪ সালে প্যারিসে বসবে অলিম্পিক্সের আসর। বিশ্বের সবচেয়ে এই প্রতিযোগিতা থেকেও বাদ যেতে পারেন রাশিয়া, বেলারুশের ক্রীড়াবিদরা।
কয়েক মাস হয়ে গেল, এখনও ইউক্রেনের সঙ্গে যুদ্ধ থামায়নি রাশিয়া। সর্বশক্তি দিয়ে ছোট্ট দেশটিকে দখলের চেষ্টা চালিয়ে যাচ্ছে পুতিন বাহিনী। এদিকে ছেড়ে দেওয়ার পাত্র নয় ইউক্রেনও। রুশ বাহিনীর চোখ চোখ রেখে এখনও তাদের দেশকে শত্রুপক্ষের হাত থেকে রক্ষা করে চলেছে তারা। ইতিমধ্যেই এই যুদ্ধের কারণে বিভিন্ন প্ৰতিযোগিতা থেকে নাম বাদ গিয়েছে রাশিয়া এবং বেলারুশের খেলোয়াড়দের। এবার কী অলিম্পিক্স থেকেও বাদ পড়তে পারে রাশিয়া-বেলারুশ, এমনই ইঙ্গিত দিলেন আইওসি'র প্রাক্তন সহ-সভাপতি ক্রাইগ রিদি।
সম্প্রতি ক্রাইগ বলেছেন, "এই দুই দেশে কী কী পরিবর্তন ঘটেছে, তা বিচার করার পর সিদ্ধান্ত নেওয়া হবে ওরা অলিম্পিক্সে খেলতে পারবে কিনা। আমার মতে, ওরা এই ভাবেই যুদ্ধ চালিয়ে যেতে থাকলে অলিম্পিক্সে খেলার যোগ্যতা অর্জন করতে পারবে না।" তিনি আরও বলেছেন, "এই পরিস্থিতিতে দাঁড়িয়ে বিশ্বের বিভিন্ন ক্রীড়াবিদরা প্রশিক্ষণ নিচ্ছেন বিশ্বমঞ্চে নিজেদের প্রমান করার জন্য। কিন্তু এই মুহূর্তে ওরা কেউই এ সব বিষয়ে মাথা ঘামাচ্ছে না। উপরন্তু নিজেদের কাজ করে চলেছে।"
sxxWGF
Jul 29, 2023 14:41 [IST]endulky
Jun 15, 2023 18:38 [IST]igniguaps
May 13, 2023 09:10 [IST]