আর কিছু দিন পরেই শুরু হতে চলেছে কমনওয়েলথ গেমস। চলতি বছর বার্মিংহামে বসবে
এই প্রতিযোগিতার আসর। ভারত থেকে এই বছর ২১৫ জন আথলিট অংশগ্রহণ করবেন কমনওয়েলথ গেমসে।
তাই বিশ্বমঞ্চে নিজেদের প্রমাণ করার আগে ভারতীয় ক্রীড়াপ্রতিনিধিদের সঙ্গে কথা বললেন
প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি।
আগামী ২৮ জুলাই থেকে বার্মিংহ্যামে শুরু হবে কমনওয়েলথ গেমস। চলতি বছরে ভারতের
মোট ২১৫ জন খেলোয়াড় অংশগ্রহণ করবেন এই প্রতিযোগিতায়। তাঁরা মোট ১৪১টি ইভেন্টে নিজেদের
সেরাটা দিয়ে লড়াই করবেন। আজ অর্থাৎ বুধবার সকালের দিকে ভার্চুয়াল ভাবে ভারতীয় ক্রীড়াবিদদের
সঙ্গে কথাবার্তা বলেছেন প্রধানমন্ত্রী। একই সঙ্গে প্রত্যেক ক্রীড়াবিদদের সাহস, নিজের
সেরাটা দিয়ে খেলার কথাও বলেছেন তিনি।
আরও পড়ুন: World Athletics Championships: অভূতপূর্ব! প্রথম ভারতীয় হিসেবে বিশ্ব অ্যাথলেটিক্স চ্যাম্পিয়নশিপের ফাইনালে মুরালি
আরও পড়ুন: Neeraj Chopra: ইউজিন বিশ্ব অ্যাথলেটিক্স চ্যাম্পিয়নশিপে ৯০ মিটার অতিক্রম করাই মূল লক্ষ্য নীরজের
এ দিন প্রধানমন্ত্রী বলেন, “এটা খুবই আনন্দের বিষয় যে আমি তোমাদের সবার
সাথে কথা বলছি। আমি যদি তোমাদের সবার সাথে ব্যক্তিগতভাবে দেখা করতাম তাহলে আমি আরও
বেশি খুশি হতাম। কিন্তু ঘটনাচক্রে তোমাদের অধিকাংশই প্রশিক্ষণে ব্যস্ত এবং আমিও সংসদের
চলতি অধিবেশন নিয়ে ব্যস্ত।” তিনি আরও বলেন, “ভারতীয় অথলিটদের জন্য দারুন সুযোগ, বিশ্বমঞ্চে
নিজেদের সেরাটা দিয়ে খেলো এবং গোটা বিশ্বকে বুঝিয়ে দাও তোমরা খেলার দিক থেকে কতটা উন্নত।
তোমাদের সকলকে শুভেচ্ছা জানাই। তোমাদের মধ্যে অনেকেই অতীতে ভারতকে বিশ্বের কাছে সেরা
প্রমান করেছে। তাই সেই সমস্ত খেলোয়াড় এবং কোচরা
ফের এই বড় প্ৰতিযোগিতায় নিজেদের প্রমাণ করার সুযোগ পেয়ে মুখিয়ে রয়েছেন।”
oNortin
Jul 30, 2023 07:13 [IST]endulky
Jun 16, 2023 00:23 [IST]igniguaps
May 13, 2023 20:32 [IST]