ভারতীয় ক্রীড়াবিদদের নিয়ে বড়সড় মন্তব্য করলেন আইওএ'র প্রধান অনিল খান্না। ভারতীয় ক্রীড়াবিদদের মানসিকতা নিয়ে মূলত প্রশ্ন তুলেছেন ভারতীয় অলিম্পিক্স সংস্থার প্রধান। বর্তমানে কমনওয়েলথ গেমসের ভিলেজে রয়েছেন অনিল। আর সেখান থেকে চাঞ্চল্যকর মন্তব্য করলেন তিনি।
কমনওয়েলথ গেমসের আসরে গিয়ে সমস্যায় পড়তে হয় অলিম্পিক্স পদকজয়ী ভারতীয় মহিলা বক্সার লভলিনা বরগোহাঁই'কে। প্ৰথমে তাঁর কোচ সন্ধ্যা গুরুংকে গেমস ভিলেজে ঢুকতে দেওয়া হয়নি। যদিও পরে চিকিৎসক করনজিৎ সিং গেমস ভিলেজ থেকে বেরিয়ে গিয়ে লভলিনার কোচের জন্য জায়গা করে দেন। সেই কারণেই অনিল কার্যত ক্ষোভপ্রকাশ করেছেন বলে অনুমান করা হচ্ছে।
পিটিআই'কে দেওয়া একটি সাক্ষাৎকারে আইওএ-র প্রধান অনিল বলেছেন, "ভারতীয় খেলোয়াড়দের সন্তুষ্ট করা খুব কঠিন। অল্প কিছু হলেই তাঁরা প্রতিবাদ করেন। খেলোয়াড়দের মধ্যে মানিয়ে নেওয়ার কোনও মানসিকতা নেই।" তিনি আরও বলেন, "লভলিনা একজন অলিম্পিক্স পদকজয়ী। তাঁর অনুরোধ আমাদের রাখতেই হত। কিন্তু এটা করতে গিয়ে যেটা হল, দলের চিকিৎসককে এ বার গেমস ভিলেজের বাইরে থাকতে হবে। উনিও তো যথেষ্ট অভিজ্ঞ। বেশ কিছু কোচ এবং কর্তার মতো উনি ভিলেজের বাইরে রয়েছেন।" কমনওয়েলথ গেমস শুরুর আগেই ভারতীয় শিবির ডানা বেঁধেছে বির্তকের। যদিও এই পরিস্থিতিতে লোভলিনা তাঁর কোচকে ছাড়া অনুশীলন করতে গিয়ে সমস্যায় পড়ার কথাও জানিয়েছেন বলে জানা গিয়েছে। সেই কারণেই তাঁর কোচকে ভিলেজে আনতে গিয়ে চিকিৎসক করনজিৎকে বাইরে যেতে হয়েছে।
uRoeXTZBc
Aug 16, 2023 16:58 [IST]tKapAK
Jul 14, 2023 00:01 [IST]Alcorse
Jun 12, 2023 07:29 [IST]Alcorse
Jun 02, 2023 12:36 [IST]mooptew
May 01, 2023 04:19 [IST]