স্বাধীনতার ৭৫ বছরের ইতিহাসে অন্যতম সেরা প্রাপ্তি সদ্য সমাপ্ত কমনওয়েলথ
গেমসের মোট ৬১টি পদক জিতেছে ভারত। যার মধ্যে রয়েছে ২২টি সোনা, ১৬টি রুপো ও ২৩টি ব্রোঞ্জ।
আর সেই সৌজন্যে পদক তালিকার চতুর্থস্থানে শেষ করেছে ভারত। দেশকে গর্বিত করে সোশ্যাল
মিডিয়ায় শুভেচ্ছার বন্যায় ভাসছেন ভারতীয় অ্যাথলিটরা। তবে কমনওয়েলথে এটাই কিন্তু ভারতের
সেরা ফল নয়। ২০১০ সালে নয়া দিল্লিতে মোট ১০১টি পদক জিতেছিল ভারত। সেটাই ছিল গেমসে ভারতের
সেরা পারফরম্যান্স। এরপরে রয়েছে ২০০২ সালে ম্যাঞ্চেস্টারের কমনওয়েলথ। সেবার ৬৯টি পদক
আসে ভারতের ঝুলিতে। এরপর এই তালিকায় রয়েছে ২০১৮ গোল্ড কোস্ট এবং ২০১৪ গ্লাসগোয় যথাক্রমে
৬৬ ও ৬৪টি পদক এনেছিলেন ভারতীয় অ্যাথলিটরা। এবার সেই জায়গায় পদক সংখ্যা ৬১।
অপরদিকে, ৬৭টি সোনা-সহ মোট ১৭৮টি পদক জিতে এবারের গেমসের সেরা দেশ অস্ট্রেলিয়া।
৫৭-টি সোনা-সহ ১৭৬টি পদক পেয়ে দ্বিতীয় স্থানে ইংল্যান্ড। ২৬টি সোনা-সহ মোট ৯২টি পদক
ঝুলিতে ভরে তিন নম্বরে কানাডা। ২২টি সোনা-সহ মোট ৬১টি পদক নিয়ে চতুর্থস্থানে রয়েছে
ভারত এবং ৪৯টি পদক জিতে ভারতের পর পঞ্চম স্থানে নিউজিল্যান্ড।
আরও পড়ুন: Asia Cup: এশিয়া কাপের জন্য ১৫ জনের স্কোয়াড ঘোষণা করল ভারত, দলে ফিরলেন বিরাট
আরও পড়ুন: Bhaichung Bhutia: ভারতীয় ফুটবল ফেডারশনের পরবর্তী সভাপতি কি ভাইচুং! জল্পনা তুঙ্গে
এক নজরে দেখে নেওয়া
যাক কোন কোন বিভাগে ভারতের ঝুলিতে এসেছে পদকঃ
১) মীরাবাঈ চানু: সোনা, মহিলাদের ৪৯ কেজি – ভারোত্তোলন
২) জেরেমি লালরিননুনগা: সোনা, পুরুষদের ৬৭ কেজি – ভারোত্তোলন
৩) অচিন্ত্য শিউলি: সোনা, পুরুষদের ৭৩ কেজি – ভারোত্তোলন
৪) সংকেত মহাদেব সারগর: রুপো, পুরুষদের ৫৫ কেজি – ভারোত্তোলন
৫) বিন্দিয়ারানি দেবী: রুপো, মহিলাদের ৫৫ কেজি – ভারোত্তোলন
৬) সুশীলা দেবী লিকমাবাম: রুপো, মহিলাদের ৪৮ কেজি – জুডো
৭) গুরুরাজা পূজারি: ব্রোঞ্জ, পুরুষদের ৬১ কেজি – ভারোত্তোলন
৮) বিজয় কুমার যাদব: ব্রোঞ্জ, পুরুষদের ৬০ কেজি – জুডো
৯) হরজিন্দর কৌর: ব্রোঞ্জ, মহিলাদের ৭১ কেজি – ভারোত্তোলন
১০) মেয়েদের লন বল ফোর টিম: সোনার পদক
১১) পুরুষদের টেবল টেনিস দল: সোনা
১২) বিকাশ ঠাকু: রুপো, পুরুষদের ৯৬ কেজি – ভারোত্তোলন
১৩) ব্যাডমিন্টন মিক্সড টিম: রুপো
১৪) তেজস্বিন শংকর: ব্রোঞ্জ, পুরুষদের হাই জাম্প
১৫) তুলিকা মান: রুপো, মহিলাদের +৭৮ জুডো
১৬) সৌরভ ঘোষাল: ব্রোঞ্জ, পুরুষদের সিঙ্গলস – স্কোয়াশ
১৭) লভপ্রীত সিং: ব্রোঞ্জ, পুরুষদের ১০৯ কেজি – ভারোত্তোলন
১৮) গুরদীপ সিং: ব্রোঞ্জ, পুরুষদের ১০৯+ কেজি – ভারোত্তোলন
১৯) সুধীর: সোনা, পুরুষদের হেভিওয়েট লিফটিং
২০) মুরলী শ্রীশংকর: রুপো, পুরুষদের লং জাম্প
২১) অংশু মালিক: রুপো, মহিলাদের ৫৭ কেজি ফ্রিস্টাইল কুস্তি
২২) বজরং পুনিয়া: সোনা, পুরুষদের ৬৫ কেজি ফ্রিস্টাইল কুস্তি
২৩) সাক্ষী মালিক: সোনা, মহিলাদের ৬২ কেজি ফ্রিস্টাইল কুস্তি
২৪) দীপক পুনিয়া: সোনা, পুরুষদের ৮৬ কেজি ফ্রিস্টাইল কুস্তি
২৫) দিব্যা কাকরান: ব্রোঞ্জ, মহিলাদের ৬৮ কেজি ফ্রিস্টাইল কুস্তি
২৬) মোহিত গ্রেওয়াল: ব্রোঞ্জ, পুরুষদের ১২৫ কেজি ফ্রিস্টাইল কুস্তি
২৭) প্রিয়াঙ্কা গোস্বামী: রুপো, মহিলাদের ১০০০০ মিটার রেস ওয়াক, অ্যাথলেটিক্স
২৮) অবিনাশ সাবলে: রুপো, পুরুষদের ৩০০০ মিটার স্টিপলচেজ, অ্যাথলেটিক্স
২৯) লন বল: রুপো, ভারতের পুরুষ দল
৩০) জেসমিন ল্যাম্বোরিয়া: ব্রোঞ্জ, মহিলাদের ৬০ কেজি লাইটওয়েট বক্সিং
৩১) পূজা গেহলট: ব্রোঞ্জ, মহিলাদের ৫০ কেজি ফ্রিস্টাইল কুস্তি
৩২) রবি কুমার দাহিয়া: সোনা, পুরুষদের ৫৭ কেজি ফ্রিস্টাইল কুস্তি
৩৩) বিনেশ ফোগত: সোনা, মহিলাদের ৫৩ কেজি ফ্রিস্টাইল কুস্তি
৩৪) নবীন: সোনা, পুরুষদের ৭৪ কেজি ফ্রিস্টাইল কুস্তি
৩৫) পূজা সিহাগ: ব্রোঞ্জ, মহিলাদের ৭৬ কেজি ফ্রিস্টাইল কুস্তি
৩৬) মহম্মদ হুসামুদ্দিন: ব্রোঞ্জ, পুরুষদের ৫৭ কেজি ফেদারওয়েট বক্সিং
৩৭) দীপক নেহরা: ব্রোঞ্জ, পুরুষদের ৯৭ কেজি ফ্রিস্টাইল কুস্তি
৩৮) রোহিত টোকাস: ব্রোঞ্জ, পুরুষদের ৬৭ কেজি ওয়েল্টারওয়েট বক্সিং
৩৯) সোনাল প্যাটেল: ব্রোঞ্জ, মহিলাদের সিঙ্গলস ক্লাস ৩-৫, প্যারা টেবল টেনিস
৪০) ভাবিনা প্যাটেল: সোনা, মহিলাদের সিঙ্গলস ক্লাস ৩-৫, প্যারা টেবল টেনিস
৪১) নীতু গংঘাস: সোনা, মহিলাদের ৪৮ কেজি বক্সিং
৪২) অমিত পাঙ্ঘাল: সোনা,পুরুষদের ৫১ কেজি ফ্লাইওয়েট বক্সিং
৪৩) নিখাত জারিন: সোনা, মহিলাদের ৫০ কেজি লাইট ফ্লাইওয়েট বক্সিং
৪৪) এলডোস পল: সোনা, পুরুষদের ট্রিপল জাম্প
৪৫) অচিন্ত্য শরথকমল- সৃজা আকুলা: সোনা, মিক্সড ডাবলস, টেবল টেনিস
৪৬) মেয়েদের ক্রিকেট টিম: রুপো
৪৭) অচিন্ত্য শরথকমল-সাথিয়ান গণশেখরন: রুপো, পুরুষদের ডাবলস , টেবল টেনিস
৪৮) সাগর অহলত: রুপো, ৯২ কেজি সুপার হেভিওয়েট, বক্সিং
৪৯) আবদুল্লা আবুবাকের: রুপো, পুরুষদের ট্রিপল জাম্প
৫০) মহিলাদের হকি দল: ব্রোঞ্জ
৫১) সন্দীপ কুমার: ব্রোঞ্জ, পুরুষদের ১০ হাজার মিটার রেস ওয়াক
৫২) কিদাম্বি শ্রীকান্ত: ব্রোঞ্জ, পুরুষদের সিঙ্গলস, ব্যাডমিন্টন
৫৩) ত্রিশা জলি-গায়েত্রী গোপীচাঁদ: ব্রোঞ্জ, মহিলাদের ডাবলস, ব্যাডমিন্টন
৫৪) দীপিকা পাল্লিকাল-সৌরভ ঘোষাল: ব্রোঞ্জ, মিক্সড ডাবলস, স্কোয়াশ
৫৫) অন্নু রানি: ব্রোঞ্জ, মহিলাদের জ্যাভলিন থ্রো
৫৬) পিভি সিন্ধু: সোনা, মহিলাদের সিঙ্গলস, ব্যাডমিন্টন
৫৭) লক্ষ্য সেন: সোনা, পুরুষদের সিঙ্গলস, ব্যাডমিন্টন
৫৮) অচিন্ত্য শরথকমল: সোনা, পুরুষদের সিঙ্গলস, টেবল টেনিস
৫৯) সাত্বিকসাইরাজ রানকিরেড্ডি-চিরাগ শেট্টি: পুরুষদের ডাবলস, ব্যাডমিন্টন
৬০) পুরুষদের হকি দল: রুপো
৬১) সাথিয়ান গণশেখরন: ব্রোঞ্জ, পুরুষদের সিঙ্গলস, টেবল টেনিস
gXJeIkGmw
Jul 20, 2023 14:11 [IST]stfbAk
Jul 04, 2023 23:51 [IST]endulky
Jun 12, 2023 04:00 [IST]Bloohopsy
Jun 07, 2023 11:33 [IST]Bloohopsy
May 26, 2023 11:23 [IST]igniguaps
May 05, 2023 19:25 [IST]evituisse
Apr 23, 2023 09:21 [IST]