ভয়াবহ ট্রেন ডাকাতির শিকার হল বাংলার জিমন্যাস্টিক্স দল। হরিয়ানায় আয়োজিত
খেলো ইন্ডিয়ায় অংশ নেওয়ার উদ্দেশ্যে বৃহস্পতিবার রাতে হাওয়া থেকে অমৃৎসর মেলের দ্বিতীয়
এসি’তে ওঠে বাংলা দল।
শুক্রবার গভীর রাতে মোকামা এবং পাটনা শরিফের মধ্যে এই ভয়াবহ ডাকাতি ঘটে।
রাজ্যের জিমন্যাস্টিক্স দলের অনুমান রাত আড়াইটে থেকে সাড়ে তিনটের মধ্যে এই ডাকাতি
ঘটেছে।
আরও পড়ুন: Asia Cup Hockey 2022: জাপানকে হারিয়ে এশিয়া কাপ হকিতে ব্রোঞ্জ পেল ভারত
আরও পড়ুন: French Open 2022: ফের জাত চেনালেন নাদাল, জোকোভিচ-এর বিরুদ্ধে দাপুটে জয় পেলেন স্প্যানিশ তারকা
এই ঘটনায় খোয়া গিয়েছে বাংলা দলের ম্যানেজার দিলীপ দাসের স্যুটকেস। ওই স্যুটকেসে
ছিল লক্ষাধিক টাকা, কয়েকটি মোবাইল ফোন এবং ক্রেডিট কার্ড। এছাড়া সব থেকে গুরুত্বপূর্ণ
যেটি ছিল তা হল এই খেলো ইন্ডিয়ায় বাংলা থেকে অংশ নিতে চলা প্রায় ৩০ জন ক্রীড়াবীদের
কাগজ-পত্র। এই কাগজ-পত্র ছাড়া তাঁরা প্রতিযোগীতায় নামতে পারবে না।
এই ঘটনা জানার পরই চেন টেনে ট্রেন থামায় ম্যানেজার দিলীপ দাস। রেল পুলিশ
এবং টিটি সাময়িক কথা বলে ট্রেন ছেড়ে দেয়, আশ্বাস দেওয়া হয় পাটনায় পৌঁছে সমস্ত শোনার।
কিন্তু সেখানে অত্যন্ত খারাপ ব্যবহার করা হয় তাঁদের সঙ্গে। রেলের তরফ থেকে কোনও রকম
সহযোগীতা করা হয়নি। এফআইআর নেওয়া হয়নি তাঁদের। অম্বালায় পৌঁছে এফআইআর নেওয়া হবে বলে
জানানো হয়েছে।
LFHZuTF
Jul 17, 2023 15:55 [IST]endulky
Jun 11, 2023 07:36 [IST]igniguaps
May 04, 2023 05:11 [IST]