অবশেষে আসন্ন কমনওয়েলথ গেমসে অংশগ্রহণ নিয়ে ভারতীয় কুস্তিগির বজরং পুনিয়ার
কাটল অনিশ্চয়তা। তার ভিসা মঞ্জুর করেছে ব্রিটেন।
বর্তমানে কমনওয়েলথ গেমসের জন্য আমেরিকায় প্রস্তুতি নিচ্ছেন বজরং। সেখানে
থাকায় ব্রিটেনের ভিসা পাওয়ার ক্ষেত্রে সমস্যা হচ্ছিল তাঁর। শেষ পর্যন্ত তিনি ভিসা পাওয়ায়
স্বস্তি পেলেন ভারতীয় অলিম্পিক সংস্থার কর্তারা। ২৮ বছরের কুস্তিগিরকে বার্মিংহ্যাম
গেমসে পদক জয়ের অন্যতম দাবিদার হিসাবে ধরা হচ্ছে।
আরও পড়ুন: National Games: চলতি বছরের শেষে গুজরাটে ন্যাশনাল গেমস
আরও পড়ুন: Wimbledon 2022: উইম্বলডনের শেষ চারে রাফা, নিক কির্গিয়স ও প্রাক্তন চ্যাম্পিয়ন হ্যালেপ, ছিটকে গেলেন সানিয়া-পেভিচ জুটি
প্রস্তুতির জন্য মিশিগান গিয়েছিলেন বজরং। কিন্তু ব্রিটেনের ভিসা পেতে সমস্যা
হওয়ায় তাঁকে এক রকম প্রস্তুতি মাঝপথে রেখেই দেশে ফিরতে হয়েছে। তাঁর সমস্যা নিয়ে ভারতীয়
অলিম্পিক সংস্থার কর্তারা যোগাযোগ করেন বিদেশ মন্ত্রকের সঙ্গে। বিদেশ মন্ত্রকের কর্তারা
ব্রিটিশ দূতাবাসের সঙ্গে কথা বলে তাঁর ভিসা-সমস্যার সমাধান করেন।
২০১৮ সালের কমনওয়েলথ গেমসে সোনা জিতেছিলেন বজরং। আগামী ২৮ জুলাই থেকে শুরু
হবে এ বারের কমনওয়েলথ গেমস। ৩০ জুলাই পর্যন্ত মিশিগানে অনুশীলন করে তাঁর বার্মিংহাম
যাওয়ার কথা ছিল।
mUJnKAkxY
Aug 15, 2023 13:33 [IST]BSKBvM
Jul 12, 2023 18:09 [IST]Alcorse
Jun 11, 2023 16:20 [IST]Alcorse
Jun 01, 2023 15:07 [IST]mooptew
Apr 30, 2023 05:48 [IST]